কঙ্গনা 'চরিত্রহীন', টুইট হৃতিকের
যুদ্ধ বললেও কম বলা হয়। কখনও ঘর ভর্তি মিডিয়ার সামনে, কখনও আবার টুইটে। বক্তব্য আর পাল্টা বক্তব্যে কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নন। বাক্ যুদ্ধে, হৃতিক-কঙ্গনার 'কেচ্ছা' যে পর্যায়ে যাচ্ছে, তাতে এই দিনটাই কেবল আসার অপেক্ষা ছিল। সম্পর্ক ছিল কি ছিল না, এই তর্ক বিতর্কের বাইরে হৃতিক-কঙ্গনা এবার একে অপরকে কালি দিতেই ব্যস্ত। টুইটে হৃতিকের বক্তব্য, কঙ্গনা 'চরিত্রহীন, সবসময় প্রচারে থাকতে পছন্দ করে'।
ওয়েব ডেস্ক: যুদ্ধ বললেও কম বলা হয়। কখনও ঘর ভর্তি মিডিয়ার সামনে, কখনও আবার টুইটে। বক্তব্য আর পাল্টা বক্তব্যে কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নন। বাক্ যুদ্ধে, হৃতিক-কঙ্গনার 'কেচ্ছা' যে পর্যায়ে যাচ্ছে, তাতে এই দিনটাই কেবল আসার অপেক্ষা ছিল। সম্পর্ক ছিল কি ছিল না, এই তর্ক বিতর্কের বাইরে হৃতিক-কঙ্গনা এবার একে অপরকে কালি দিতেই ব্যস্ত। টুইটে হৃতিকের বক্তব্য, কঙ্গনা 'চরিত্রহীন, সবসময় প্রচারে থাকতে পছন্দ করে'।
It is characterless to judge another. Whatever may be the case. Strangle d anger. channelize love
— Hrithik Roshan (@iHrithik) May 1, 2016
'কেচ্ছা কাহিনীর' প্রথম শুরুটা ছিল কঙ্গনার পক্ষ থেকেই। হৃতিক প্রসঙ্গে 'ক্যুইন' কঙ্গনার 'সিলি এক্স' বক্তব্য থেকেই জল ঘোলার শুরু। তারপর থেকে 'কেচ্ছার উপন্যাস' চলছেই...