Cyclone Fengal: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে ৫ জেলা; উত্তাল হতে পারে সমুদ্র, স্কুল-কলেজ বন্ধের নির্দেশ

Cyclone Fengal: মৌসম ভবন থেকে এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট জানানো হয়েছে, ওই নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। আগামী দুদিন সেটি তামিলনাডু উপকুলে প্রবল বৃষ্টির কারণ হতে পারে

Updated By: Nov 27, 2024, 09:24 AM IST
Cyclone Fengal: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে ৫ জেলা; উত্তাল হতে পারে সমুদ্র, স্কুল-কলেজ বন্ধের নির্দেশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। বুধবার সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির নাম হবে ফেনজল বা ফিনজাল। নামটি দিয়েছে সৌদি আরব। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির বিভিন্ন জেলায়। পরিস্থিতি বিবেচনা করে আজ তামিননাডু সরকার ত্রিচি, নাগাপট্টিনম, কুড্ডালোর, ভিল্লুপুরম, তিরুভেলুর জেলায় সব স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে। ঘূর্ণিঝড় মোকবিলায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন-চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে রণক্ষেত্র আদালত চত্বর; নিহত ১ আইনজীবী, ৩ ঘণ্টা আটক প্রিজন ভ্যান

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বর্তমানে রয়েছে চেন্নাই উপকুল থেকে ৬৭০ কিলোমিটার দূরে। দিল্লির মৌসম ভবন বলছে ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে সেটি তামিলনাডুর দিকে ধেয়ে আসতে পারে। এর প্রভাব প্রবল বৃষ্টি হতে পারে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে।

মৌসম ভবন থেকে এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট জানানো হয়েছে, ওই নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। আগামী দুদিন সেটি তামিলনাডু উপকুলে প্রবল বৃষ্টির কারণ হতে পারে। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টির পাশাপাশি ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতি ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি উত্তাল হতে পারে সমুদ্র। এর ফলে উপকুলবর্তী এলাকাগুলিতে জল ঢুকে প্লাবিত করতে পারে।

ঘূর্ণিঝড়ের কথা বিবেচনা করে ইতিমধ্য়েই একটি উচ্চস্তরীর বৈঠক করেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া দফতরের তরফে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একথা মাথায় রেখে  ত্রিচি, নাগাপট্টিনম, কুড্ডালোর, ভিল্লুপুরম, তিরুভেলুর জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছি। তাদের মাঠে নেমে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টি মোকাবিলায় আমরা তৈরি। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা টিমকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.