করোনার আতঙ্কে ভুগছেন, ৩ সপ্তাহ বাবাকে দেখতে পাননি, কী বললেন সলমন!

ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 6, 2020, 05:38 PM IST
করোনার আতঙ্কে ভুগছেন, ৩ সপ্তাহ বাবাকে দেখতে পাননি, কী বললেন সলমন!

নিজস্ব প্রতিবেদন : পানভেলের বাগান বাড়িতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। বাবা সেলিম খান এবং ভাই সোহেল খানকে ছাড়া পরিবারের অন্যদের নিয়ে বাগান বাড়িতে যান সলমন খান কিন্তু লকডাউনের জেরে সেখানেই আটকে পড়েন বলিউড ভাইজান। লকডাউনের মাঝে সলমন যখন ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরতে পারছেন না, সেই সময় ভাইপো নিভানকে (সোহেল খানের ছেলে) নিয়ে শেয়ার করলেন একটি ভিডিয়ো।

আরও পড়ুন : বাজি ফাটাচ্ছেন কেন! এটা কি দীপাবলি চলছে? ক্ষেপে উঠলেন সোনম

যে ভিডিয়োতে সলমন জানান, গত ৩ সপ্তাহ ধরে তিনি তাঁর বাবা সেলিম খান-কে দেখেননি। নিভান অর্থাত সোহেলের ছেলেও তার বাবাকে ৩ সপ্তাহ ধরে দেখেনি বলে জানায়। ওই ভিডিয়োতে সলমন আরও জানান, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁর বাবা সেলিম খান সম্পূর্ণ একা রয়েছেন। বাবার সঙ্গে দেখা করতে চাইলেও, এই মুহূর্তে তিনি পারছেন না পরিস্থিতির চাপে পড়ে। 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

এসবের পাশাপাশি সলমন আরও জানান, যে ভয় পেয়েছে, সে মরেছে (যো ডর গ্যায়া, ও মর গ্যায়া) এই কথা বর্তমানে প্রযোজ্য হবে না। কারণ যে বা যাঁরা ভয় পেয়ে ঘরে থাকছেন, এবার তাঁরাই বাঁচবেন এবং সবাইকে রক্ষা করতে পারবেন। না হলে, আগামীতে কী হবে, তা কেউ ভাবতেও পারছেন না বলে করোনা  নিয়ে সতর্কতার বার্তা দেন সলমন খান।

.