আমির খান, জাতীয় পুরস্কার ও আদালত

জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা 'কোর্ট' দেখে মুগ্ধ আমির খান। তাঁর মতে সিনেমাটি প্রাসঙ্গিক ও মর্মস্পর্শী।

Updated By: Apr 3, 2015, 07:02 PM IST
আমির খান, জাতীয় পুরস্কার ও আদালত

ওয়েব ডেস্ক: জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা 'কোর্ট' দেখে মুগ্ধ আমির খান। তাঁর মতে সিনেমাটি প্রাসঙ্গিক ও মর্মস্পর্শী।

''সিনেমাটি অত্যন্ত মর্মস্পর্শী। আমার হৃদয় ছুঁয়ে গেছে। সিনেমার সমগ্র টিমকে আমার আন্তরিক অভিন্দন। অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও ক্যামেরার পিছনের কুশলীরা, প্রত্যেকেই অসাধারণ কাজ করেছেন।'' জানিয়েছেন সদ্য পঞ্চাশে পা দেওয়া বলিউডের মিস্টার পারফেকসনিস্ট।

পরিচালক চৈতন্য তামহানের 'কোর্ট' নিম্ন আদালতের একটি শুনানিকে ঘিরে তৈরি। একটা মামলাকে ঘিরে শহরের সাধারণ মানুষের আশা আর স্বপ্ন কীভাবে আবর্তিত হয়, এই সিনেমায় অসাধারণ হয়ে ফুটে উঠেছে আপাত সাধারণ সেই মুহূর্ত, অনুভূতি গুলি।

২০১৪ সালের সেরা ফিচার ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার জিতে নিয়েছে 'কোর্ট'।

 

.