Yahoo-র বিচারে বছরের সেরা ভারতীয় হল গরু
নেট ভারতে সবাই ম্লান হয়ে গেল গরুর জনপ্রিয়তার কাছে। বছরের সেরা ভারতীয়র মর্যাদা পেল গরু। ইন্টারনেটে সার্চ জায়েন্ট ইয়াহু-র বিচারে 'পার্সোনালিটি অফ দি ইয়ার ইন ইন্ডিয়া' (Personality of the Year in India) হল গৃহপালিত চতুষ্পদ এই প্রাণীটি। আসলে সারা বছর যেভাবে ভারতে খবরে থাকল গোরু তাতে তার কাছে হার মানতে হল সবাইকে।
ওয়েব ডেস্ক: নেট ভারতে সবাই ম্লান হয়ে গেল গরুর জনপ্রিয়তার কাছে। বছরের সেরা ভারতীয়র মর্যাদা পেল গরু। ইন্টারনেটে সার্চ জায়েন্ট ইয়াহু-র বিচারে 'পার্সোনালিটি অফ দি ইয়ার ইন ইন্ডিয়া' (Personality of the Year in India) হল গৃহপালিত চতুষ্পদ এই প্রাণীটি। আসলে সারা বছর যেভাবে ভারতে খবরে থাকল গোরু তাতে তার কাছে হার মানতে হল সবাইকে। মহারাষ্ট্রে গো মাংসের ওপর নিষেধাজ্ঞা থেকে শুরু করে দাদরি হত্যাকাণ্ড, কেরালা হাউজ়ে গো মাংস রান্না আটকাতে পুলিশি অভিযান, অসহিষ্ণুতা ইস্যু, অ্যাওয়ার্ড ওয়াপসি, কিংবা মাঝেমাঝেই বিজেপি নেতাদের গরু নিয়ে নানা মন্তব্যের জেরে সারা বছরই একেবারে সেলেব হয়ে থাকল গরু। যারা জেরে ইয়াহু-র ইয়ার রিভিউতে দেখা গেল টপ ট্রেন্ডে আলো করে সবার আগে বসে রয়েছে গরু।
তবে গরুর বাইরে যিনি আলো কাড়লেন তিনি হলেন সেই সানি লিওন। গুগলের পর ইয়াহুতেও সবচেয়ে বেশি সার্চ করা ভারতীয় সেলেব হয়ে থাকলেন ইন্দো-কানাডিয়ান পর্নস্টার তথা বলিউড অভিনেত্রী সানি। পরপর চারবার ইয়াহুর বিচারে 'টপ সার্চ ইন্ডিয়ান' হলেন সানি লিওন। অভিনেত্রীদের মধ্যে এই তালিকায় সানির পরেই দ্বিতীয় স্থানে ক্যাটরিনা, তৃতীয় স্থানে দীপকা পাড়ুকোন। দিল্লি-বিহারে বিজেপ-র বড় হার হলেও ইয়াহুতে গুগলের মতই সবচেয়ে বেশি সার্চ পলিটিশিয়ান হলেন নরেন্দ্র মোদীই।
সবচেয়ে বেশি খোঁজা খবরের তালিকায় প্রথম তিন স্থানে আইসিস, এপিজে আব্দুল কালাম,আর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। মোস্ট সার্চ স্পোর্টসপার্সনদের তালিকায় স্বাভাবিকভাবেই ক্রিকেটারই এগিয়ে। তবে কোহলির থেকে এখনও এই বিষয়ে এগিয়ে ধোনি সবার আগে 'মোস্ট সার্চ স্পোর্টসপার্সন'। তবে ক্রিকেটারদের সঙ্গে জনপ্রিয়তায় পাল্লা দিয়ে তালিকায় ঢুকে পড়েছেন সানিয়া মির্জা। সবচেয়ে বেশি খোঁজা সিনেমা বা most searched movies হল বাহুবলী। বাহুবলীর জনপ্রিয়তায় ম্লান হয়ে গেল বলিউডের সুপারহিট সব সিনেমা।