Nayanthara-Vignesh Shivan : মা হয়েই বিপাকে নয়নতারা, সারোগেসি নিয়ে তদন্তের নির্দেশ সরকারের
গত জানুয়ারি মাস থেকে এদেশে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নেওয়ার (সারোগেসি) বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই কোনও দম্পতি সারোগেসি সাহায্য নিতে পারেন। আর তাই নয়নতারা-ভিগনেশের সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। যদিও এবিষয়ে তারকা দম্পতি এখনও মুখ খোলেননি। তামিলনাড়ু সরকারের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম এবিষয়ে বলেছেন, বিষয়টি নিয়ে তারকা দম্পতি নয়নতারা ও ভিগনে শিবানের কাছে জানতে চাওয়া হবে।
Nayanthara, Surrogacy, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বিয়ের ৪ মাসের মাথাতেই সুখবর। যমজ সন্তানের বাবা-মা হওয়ার কথা জানিয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও ভিগনেশ শিবান। এখন তাঁদের বাড়িতে খুশির হাওয়া। সুখবর দেওয়ার পরপরই নতুন করে সমস্যায় জড়াতে চলেছেন এই তারকা দম্পতি। কারণ, গত জনেই বিয়ে করেছেন নয়নতারা-ভিগনেশ। আর তাঁরা বাবা-মা হয়েছেন ৯ অক্টোবর। এর মাঝে অন্তঃসত্ত্বা হওয়ার কোনও চিহ্নই দেখা যায়নি নয়নতারার শরীরে। কারণ কিছুদিন আগেও 'গডফাদার' ছবির প্রচারে স্বাভাবিকভাবেই দেখা গিয়েছিল নয়নতারাকে। তাই অনেকেই মনে করছেন সারোগেসির মাধ্যমেই বাবা-মা হয়েছেন নয়নতারা-ভিগনেশ।
কারণ, সারোগেসি নিয়ে দেশে যে আইন জারি হয়েছে তা নয়নতারা ও ভিগনেশ আদৌ মেনেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। কারণ, গত জানুয়ারি মাস থেকে এদেশে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নেওয়ার (সারোগেসি) বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই কোনও দম্পতি সারোগেসি সাহায্য নিতে পারেন। আর তাই নয়নতারা-ভিগনেশের সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। যদিও এবিষয়ে তারকা দম্পতি এখনও মুখ খোলেননি। তামিলনাড়ু সরকারের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম এবিষয়ে বলেছেন, বিষয়টি নিয়ে তারকা দম্পতি নয়নতারা ও ভিগনে শিবানের কাছে জানতে চাওয়া হবে।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
গত রবিবারই বাবা-মা হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সকলকে দেন তারকা দম্পতি। লেখেন, ভিগনেশ শিবান লেখেন, 'নয়ন ও আমি বাবা-মা হয়েছি। ঈশ্বরের আশীর্বাদে আমাদের যমজ পুত্র সন্তান হয়েছে। আমাদের প্রার্থনা ও আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদেই এই সুখবর এসেছে। এরা দুজনে একসঙ্গে আমাদের কাছে এসেছে। আমাদের উইর এবং উলাগামের জন্য আপনাদের আশীর্বাদ একান্তভাবেই কাম্য।'
Nayan & Me have become Amma & Appa
We are blessed with
twin baby Boys
All Our prayers,our ancestors’ blessings combined wit all the good manifestations made, have come 2gethr in the form Of 2 blessed babies for us
Need all ur blessings for our
Uyir& Ulagam pic.twitter.com/G3NWvVTwo9— Vignesh Shivan (@VigneshShivN) October 9, 2022
প্রসঙ্গত, ৭ বছরের প্রেম, গত জুনে পরিণতি পায় দক্ষিণী অভিনেত্রী নয়নতারা-ভিগনেশের সম্পর্ক। পরিচালক প্রেমিক ভিগনেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নয়নতারা। চেন্নাইয়ে বসেছিল নয়নতারা-ভিগনেশ-এর বিয়ের আসর। চেন্নাইয়ের মহাবালিপুরমের শেরাটন গ্র্যান্ডে আয়োজিত নয়নতারা-ভিগনেশ-এর বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের সংখ্যা ছিল সীমিত। দুই পরিবার আর কাছের কিছু লোকজনকে সাক্ষী রেখেই ৭ পাকে বাঁধা পড়েছেন তারকা দম্পতি। তবে অভিনেতা রজনীকান্ত, শাহরুখ খান, সুরিয়া এবং বিজয় এবং চলচ্চিত্র নির্মাতা মণি রত্নম এবং অ্যাটলি, মহাবালিপুরমের শেরাটন গ্র্যান্ডে বিয়েতে উপস্থিত ছিলেন বলে জানা যায়।