প্রতিযোগিতার দুনিয়ায় বিপন্ন শৈশব, আদালতে মুখোমুখি দেবলীনা-সুদীপ
প্রতিনিয়ত পড়াশোনার চাপে অতিষ্ঠ শিশুরা!
![প্রতিযোগিতার দুনিয়ায় বিপন্ন শৈশব, আদালতে মুখোমুখি দেবলীনা-সুদীপ প্রতিযোগিতার দুনিয়ায় বিপন্ন শৈশব, আদালতে মুখোমুখি দেবলীনা-সুদীপ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/16/354287-kisalay.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে আমরা সকলেই সময়ের সঙ্গে ছুটে চলেছি। প্রত্যেক বাবা-মাই চায় তাঁদের সন্তান পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হোক। কিন্তু কোনও কোনও বাবা-মায়ের তাঁদের সন্তানের প্রতি চাহিদা একটু বেশিই থাকে। আর সেই চাহিদা পূরণের তাগিদেই শিশুরা ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের শৈশব। মাঠে খেলা ভুলে পড়াশোনার চাপে প্রতিনিয়ত অতিষ্ঠ হয়ে উঠছে ছোটরা। বিপন্ন শৈশবের সেই গল্প নিয়েই পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি 'কিশলয়'(Kisalay)।
পরিবারের কাছে মার্কশিটের নম্বরটা এতটাই গুরুত্ব পায় যে,দিনে দিনে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে শিশুরা। কিন্তু প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবনে মার্কশিটের নম্বরটাই কি সব কিছু? এমনই এক সমস্যা নিয়ে ১৯ শে নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘কিশলয়’। ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee), সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty), দেবলীনা দত্ত (Debleena Dutta),বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখোপাধ্যায় সহ আরো অনেকে। ছবির বিশেষ অংশ জুড়ে রয়েছে কোর্টরুম ড্রামা (Courtroom Drama)।
আরও পড়ুন: Rachana Banerjee: পিতৃহারা রচনা বন্দ্যোপাধ্যায়, শোকে বিহ্বল অভিনেতা
এই ছবিতে উঠে আসবে ছোট্ট একটি মেয়ের আত্মহননের পথ বেছে নেওয়ার নেপথ্যের গল্প। ছবিতে দেখা যাবে, সাত বছরের মেয়ে অন্তরা,বাড়ির সকলের অনুপস্থিতিতে বেছে নিয়েছে আত্মহননের পথ। তবে আত্মহত্যা করার আগে সে খাতার সাদা পাতায় লিখে যায়,বাবা তাকে মেরেছে, বাবা খুব খারাপ। সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ অন্তরার বাবা অরিত্র গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। সরকারি পক্ষের উকিল অরিত্রর শাস্তির ব্যবস্থা করে। ছবিতে উকিলের চরিত্রে রয়েছেন দেবলীনা। শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়কে দেখা যাবে অন্তরার ভূমিকায়। ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত মিত্র ও সুরাজ নাগ।