Debolina Dutta : কনের সাজে অপেক্ষায় দেবলীনা, বিয়ের রাতে আসেনি বর, পাশে ছিলেন তথাগত...

দেবলীনা জানিয়েছেন, তথাগত তাঁকে জন্মদিন সেলিব্রেট করতে শিখিয়েছেন, এবার তিনি ছিলেন না তাই তিনি মা আর ভাইকে নিয়ে জন্মদিন সেলিব্রেট করতে দুবাই গিয়েছিলেন। সেখানে জন্মদিনে স্কাইডাইভিং করে নতুন স্মৃতি তৈরি করেছেন। আবার প্রত্যেক বছর পুজোর সময় তাঁরা বেড়াতে যেতেন, এবারও সেটা করবেন, তবে কোথায় যাবেন এখনই জানাতে চান না। সেটা সিক্রেট। এখানেই শেষ নয়, অভিনেত্রীর কথায়, তিনি অনেককিছুই পারতেন না। টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড। সবটাই তাঁকে করে দিতে হত। তবে এবার তিনি তথাগতকে ছাড়া বেড়াতে যাওয়ার অ্যরেঞ্জমেন্ট সহ সমস্তটাই নিজে করেছেন। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 26, 2022, 07:58 PM IST
Debolina Dutta : কনের সাজে অপেক্ষায় দেবলীনা, বিয়ের রাতে আসেনি বর, পাশে ছিলেন তথাগত...

Debolina Dutta, Tathagata Mukherjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : আইনি বিচ্ছেদ হয়নি। তবে বহুদিন হল তথাগত মুখোপাধ্যায়ের থেকে আলাদাই থাকছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। তাঁদের বিচ্ছেদের কথা এখন প্রায় সকলেরই জানা। শোনা যাচ্ছে, অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই নাকি তথাগতর সঙ্গে বিচ্ছেদ হয়েছে দেবলীনার। তবে বিচ্ছেদের কারণ নিয়ে দেবলীনা কিংবা তথাগত দুজনের কেউই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। যদিও প্রায়দিনই দেবলীনাকে শুনতে হচ্ছে, 'তথাগতর সঙ্গে বিচ্ছেদের পর এটা তাঁর প্রথম পুজো, কাছের মানুষকে ছাড়া কীভাবে কাটবে?'

সম্প্রতি, একটি টক শোয়ে এসে তথাগতর সঙ্গে বিচ্ছেদ এবং জীবনের নানান কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। দেবলীনার কথায়, তাঁর বয়স যখন মাত্র ৯, তখন তিনি তাঁর বাবাকে হারান। সেই তখন থেকেই জীবনে নানান কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। বহু সমস্যার মুুখোমুখি হতে হয়েছে। তবে নিজের পছন্দেই তিনি বহু কিছু বেছে নিয়েছেন, আবার অনেক কিছুই বাদ দিয়েছেন। এমনই নানান কথা প্রসঙ্গে দেবলীনা বলেন, 'একটা কথা, আমি আগেও বহুবার বলেছি, আবারও বলছি... যেদিন নাকি আমি কনে সেজে বিয়ের পিঁড়িতে বসেছিলাম, বর আসেনি। লোকজন আসছেন, চলে যাচ্ছেন, কিন্তু বর এল না। ওর ফোন বন্ধ, পরিবারের অন্যান্যদেরও ফোন বন্ধ। তবে সেটা বড় কথা নয়। তারপর কীভাবে উঠে দাঁড়ালাম সেটাই বড় কথা, কিছু খুব ভালো বন্ধু ছিল। আমার কছে দুটো অপশান ছিল এক, ওটা নিয়ে আমি ও মা নানান কিছু রটাতে পারতাম, কিংবা সারাক্ষণ ওই মানুষটাকে কীভাবে শাস্তি দেব, সেটা নিয়ে পড়ে থাকতে পারতাম। দ্বিতীয় অপশন হল যে খারাপ করেছে, তাকে মন থেকে ছুঁড়ে ফেলে নতুন ভাবে শুরু করা, কারণ নেগেটিভিটি ধরে রাখলে নিজেরই ক্ষতি।'

আরও পড়ুন- 'পুজোর অনুষ্ঠানে গান গাইছি, ডিম ছুড়লেন শ্রোতারা'

টক শোয়ে দেবলীনা জানান, 'সেদিন যে বন্ধুরা পাশে ছিলেন, তাঁদের মধ্যে তথাগত মুখোপাধ্যায় একজন। তারপর সুন্দরভাবে ৯ বছর কাটালাম। আমার জীবনের শ্রেষ্ঠ ৯ বছর। আমাদের জুটিকে অনেকেই পছন্দ করেছে, আমিও পছন্দ করতাম। অনেকেই জিজ্ঞেস করছে, আমার প্রথম পুজো সেই মানুষটাকে ছাড়া, কীভাবে কাটাচ্ছি।' অভিনেত্রীর কথায়, এক্ষেত্রেও তাঁর কাছে বেছে নেওয়ার জন্য দুটো অপশন রয়েছে, এক স্মৃতি আঁকরে মন খারাপ করে থাকা, আবার নতুন করে কিছু ভালো স্মৃতি তৈরি করা, যেটা আরও ভালো। 

আরও পড়ুন- 'ঢাকার সিদ্ধেশ্বরী কালীমন্দিরে ছোটবেলার সেই দুর্গাপুজোর স্মৃতি এখনও টাটকা!'

আরো পড়ুন-মা ছিলেন শিক্ষিকা, তামিলনাড়ুর স্কুলে পড়ুয়াদের সঙ্গে বেদম নাচলেন ক্যাটরিনা!

দেবলীনা জানিয়েছেন, তথাগত তাঁকে জন্মদিন সেলিব্রেট করতে শিখিয়েছেন, এবার তিনি ছিলেন না তাই তিনি মা আর ভাইকে নিয়ে জন্মদিন সেলিব্রেট করতে দুবাই গিয়েছিলেন। সেখানে জন্মদিনে স্কাইডাইভিং করে নতুন স্মৃতি তৈরি করেছেন। আবার প্রত্যেক বছর পুজোর সময় তাঁরা বেড়াতে যেতেন, এবারও সেটা করবেন, তবে কোথায় যাবেন এখনই জানাতে চান না। সেটা সিক্রেট। এখানেই শেষ নয়, অভিনেত্রীর কথায়, তিনি অনেককিছুই পারতেন না। টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড। সবটাই তাঁকে করে দিতে হত। তবে এবার তিনি তথাগতকে ছাড়া বেড়াতে যাওয়ার অ্যরেঞ্জমেন্ট সহ সমস্তটাই নিজে করেছেন। 

সবশেষে প্রশ্ন ছুড়ে দিয়ে দেবলীনা বলেন, 'তাহলে কি ভালোবাসা নেই? আছে তো। অন্য মানুষটাকে বোঝানোর দরকার নেই। ভালোবাসাটা একান্তই তোমার। কাউকে বোঝানোর দরকার নেই।' অভিনেত্রীর বিশ্বাস কর্মফলে। তাঁর কথায়, যে যেমনটা করবেন, তিনি তেমনটাই ফিরে পাবেন, আর এটা মাথায় রেখেই জীবনে কাজ করা উচিত। তাঁর বিশ্বাস কর্ম-ই আসলে ভাগ্য তৈরি করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.