Naatu Wins Oscar| Deepika Padukone Viral Video: `নাটু নাটু`-র অস্কার জয়, দর্শক আসনে দীপিকার চোখে জল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো...
Viral Video: এদিন অস্কারের মঞ্চে নাটু নাটু গানটি পারফর্ম করেন এই গানে দুই গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালাভৈরব। এই গানের সঙ্গে ডলবি থিয়েটারে উপস্থিত তারকাদের পরিচয় করিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন। কালো গাউনে এদিন দীপিকার থেকে নজর ফেরানো ছিল দায়। দীপিকা বলেন, এই গান আসলে `টোটাল ব্যাঙ্গার`।
Naatu Wins Oscar| Deepika Padukone, Viral Video,জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোল্ডেন গ্লোবের পর এবার অস্কার জয় আরআরআর ছবির গান নাটু নাটুর। এই গানকে নিয়ে আশায় বুক বেঁধে ছিল গোটা ভারত। হলিউডের এই সম্মান বিগত প্রায় ১৪ বছর ধরে অধরা ছিল ভারতের। অবশেষে সোমবার কাটল সেই খরা। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল বহু প্রতীক্ষিত অস্কারের আসর। চলচ্চিত্র শিল্পে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় এই অ্যাওয়ার্ড। অস্কারের অন্যতম বিভাগ হল সেরা মৌলিক গান, যা একটি চলচ্চিত্রের জন্য বিশেষভাবে লেখা একটি গানকে স্বীকৃতি দেয়। সেই বিভাগেই অস্কার পেল আরআরআর ছবির গান ‘নাটু নাটু’।
এদিন অস্কারের মঞ্চে নাটু নাটু গানটি পারফর্ম করেন এই গানে দুই গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালাভৈরব। এই গানের সঙ্গে ডলবি থিয়েটারে উপস্থিত তারকাদের পরিচয় করিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন। কালো গাউনে এদিন দীপিকার থেকে নজর ফেরানো ছিল দায়। দীপিকা বলেন, এই গান আসলে 'টোটাল ব্যাঙ্গার'। এই গানে নাচতে বাধ্য হবে সবাই এমনটাই মনে করেন নায়িকা। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে, এটাই প্রথম ভারতীয় ভাষার গান যা জায়গা পেয়েছে বেস্ট অরিজিলান সঙের ক্যাটেগরিতে। এদিন মঞ্চে ঝড় তোলেন ভারতীয় ও আমেরিকান নৃত্যশিল্পীরা। পারফরমেন্সের পর হলে উপস্থিত মুগ্ধ দর্শকেরা সকলেই উঠে দাঁড়িয়ে করতালি দেন শিল্পীদের উদ্দেশ্য।
এরপরই আরআরআর-এর ‘নাটু নাটু’ গানটি ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গানের অ্যাওয়ার্ড জিতে ইতিহাস তৈরি করেছ। শুধুমাত্র ভারতীয় ছবির গান হিসাবেই নয়, এটিই প্রথম এশিয়ান কোনও ছবির গান যা অস্কার পায়। মঞ্চে অ্যাওয়ার্ড নিতে দেখা যায় গীতিকার চন্দ্রবোস ও সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণীকে। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি, বিশেষ করে টলিউডের কাছে এটা সত্যিই একটা উল্লেখযোগ্য প্রাপ্তি। এদিন মঞ্চে উঠে এম এম কীরাবাণী মন জয় করলেন উপস্থিত দর্শকদের। তার উইনিং স্পিচের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন এই ভারতীয় সংগীতশিল্পী। অস্কার হাতে তিনি বলেন, ‘ থ্যাঙ্ক ইউ অ্যাকাডেমি। কাঠমিস্ত্রির আওয়াজ শুনে বড় হয়েছি, এখন এখানে হাতে অস্কার নিয়ে দাঁড়িয়ে।’ এরপর কয়েকটি লাইন গাইতে শুরু করেন, 'আমার মনে একটাই ইচ্ছা ছিল, রাজামৌলি এবং আমার পরিবারেরও সেই ইচ্ছাই ছিল যে, আরআরআর ভারতের গর্ব, তার জয় নিশ্চিত করতে হবে এবং তা বিশ্বের শীর্ষে রাখতে হবে। ধন্যবাদ কার্তিকেয় এবং সবাইকে ধন্যবাদ!' সেই সময় দর্শক আসনে হাজির ছিলেন দীপিকা। ক্যামেরায় নায়িকাকে দেখা যায়, তখন তাঁর চোখে জল। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি।
আরও পড়ুন- RRR song wins Oscars 2023: ১৪ বছর পর কাটল খরা, 'নাটু নাটু'-র হাত ধরে ভারতে এল অস্কার...
সারা বিশ্ব জুড়ে তুমুল ব্যবসা করেছে এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’। ছবিতে মুখ্য চরিত্রে নজর কেড়েছেন রামচরণ, জুনিয়র এনটিআর। ক্যামিও রোলে ছিলেন আলিয়া ভাট ও অজয় দেবগণ। এই ছবির গান ‘নাটু নাটু’ জায়গা পেয়েছিল বেস্ট অরিজিনাল সং ক্যাটেগরিতে। অ্যাকাডেমির তরফ থেকে ঘোষণা করা হয় ১০ টি বিভাগের নমিনেশনের তালিকা। এম এম কীরবাণীর সুরে এই গান আগেই জিতে নিয়েছিল গোল্ডেন গ্লোব। এটিই প্রথম তেলুগু ছবি যা জায়গা করে নিয়েছে অস্কারের মঞ্চে। বলাই বাহুল্য আরআরআর-এর হাত ধরে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন রাজামৌলি। এই বছরই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড উঠেছিল তাঁদের হাতে। এবার ঐ একই গানে জন্য অস্কার পেলেন এমএম কীরাবাণী।