মহিলাদের নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে রাস্তায় নামছেন দীপিকা

ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন দীপিকা পাডুকন 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 20, 2019, 03:33 PM IST
মহিলাদের নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে রাস্তায় নামছেন দীপিকা

নিজস্ব প্রতিবেদন: মহিলাদের নিরাপত্তা নিয়ে এবার ভাবতে শুরু করেছেন (Deepika Padukone) দীপিকা পাডুকন৷  সেই কারণেই চালু করছেন অনলাইন ক্যাব সার্ভিস৷  যেখানে মহিলারা রাতবিরেতে গাড়ি চাইলে, তা অনায়াসে পেয়ে যাবেন৷ শুধু তাই নয়, ওই ক্যাব সার্ভিসে মহিলা চালক দিয়েই কাজ চালানো হবে বলে জানা যাচ্ছে৷ 
সম্প্রতি ব্লু স্মার্ট ক্যাব সার্ভিস প্রধান পুনিত গয়ালের সঙ্গে যোগাযোগ করেন দীপিকা৷ পুনিত গয়ালের হাত ধরেই নতুন করে ওই ক্যাব সার্ভিস শুরু করতে চলেছেন (Bollywood) বলিউড (Actor) অভিনেত্রী৷  ব্যবসা শুরুর আগেই পুনিত গয়ালের সংস্থায় প্রায় ৩০ লক্ষ বিনিয়োগ করেন দীপিকা পাডুকন৷  সেই অনুযায়ী, বিষয়টি নিয়ে কাজও শুরু করে দিয়েছেন পুনিত ৷ তবে রাস্তায় গাড়ি নামানোর আগে আরও ৫০ লক্ষ দীপিকাকে দিতে হবে বলে জানিয়েছেন পুনিত৷ 

আরও পড়ুন : প্রাক্তন বন্ধুর জন্য কাঁদলেন নেহা, বলিউড গায়িকাকে বিয়ের প্রস্তাব আদিত্য নারায়ণের
অনলাইন ক্যাব সার্ভিস যেমন শুরু করতে যাচ্ছেন দীপিকা পাডুকন, সেই সঙ্গে সিনেমার প্রযোজনার কাজও শুরু করেছেন জোর কদমে৷ সম্প্রতি মুক্তি পায় ছপক৷  পরিচালক মেঘনা গুলজারের এই সিনেমার প্রযোজক হিসেবে রয়েছে দীপিকা পাডুকনের নাম৷  ছপক-এর পাশাপাশি ৮৩-র সহ প্রযোজক হিসেবেও নাম রয়েছে দীপিকার৷ 

.