close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

রণবীর নন, তবে কার সঙ্গে চুম্বনে আবদ্ধ দীপিকা? ভাইরাল ভিডিও

রণবীর ছাড়া অন্য পুরুষের সঙ্গে দীপিকার এই চুম্বন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

Updated: Apr 22, 2019, 04:07 PM IST
রণবীর নন, তবে কার সঙ্গে চুম্বনে আবদ্ধ দীপিকা? ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন: উঁচু পাঁচিলের ধারে বসে বিক্রান্ত মাসের সঙ্গে শ্যুটিংয়ে আবদ্ধ দীপিকা। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দীপিকা পাড়ুকোনের চুম্বনের এই দৃশ্য। রণবীর ছাড়া অন্য পুরুষের সঙ্গে দীপিকার এই চুম্বন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

আরও পড়ুন-শ্রাবন্তীর তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস

তবে অবাক হওয়ার কিছুই নেই। দীপিকার এই চুম্বনের দৃশ্যটি তাঁর আগামী ছবি 'ছপাক'-এর শ্যুটিংয়ের দৃশ্য। যেটি ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গেই তা নেট দুনিয়ায় তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে এটি ক্যামেরাবন্দী করেছেন নেট দুনিয়ায় পোস্ট করেছেন দীপিকার কোনও ভক্ত। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

অ্যাসিডে পোড়া দীপিকার 'ছপাক' লুক শ্যুটিং শুরুর প্রথমেই ভাইরাল হয়েছিল। এরপর মাঝে মধ্যেই দিল্লিতে মেঘনা গুলজারের এই ছবির শ্যুটিংয়ের বিভিন্ন দৃশ্য প্রকাশ্যে এসেছে। এই ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন দিপ্পি। 

২০১৮ সালে 'পদ্মাবত' ছবিতে শেষবার দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। তারপর দীপিকাকে আর কোনও ছবিতেই দেখা যায়নি। বিয়ের পর এটাই রণবীর ঘরণীর প্রথম ছবি। 

আরও পড়ুন-'যদি একটু তাকাস' রুক্মিনীকে ইশারা দেবের