Deepika Padukone: রোহিত শেট্টির নয়া সিংঘম দীপিকা...
Deepika Padukone: রোহিত শেট্টি বলেন, ‘সার্কাসের পরেই শুরু হবে সিংঘম ইউনিভার্সের আগামী ছবির কাজ। সেই ছবিতে লেডি সিংঘম হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সিংঘম এগেইনে তিনিই হচ্ছেন আমার লেডি পুলিস অফিসার...'
Deepika Padukone, Rohit Shetty, Singham, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টির ছবি ‘সার্কাস’। সেই ছবির ট্রেলারে একটি গানে প্রথম দেখা মেলে দীপিকা পাড়ুকোনের। এর আগেও চেন্নাই এক্সপ্রেস ছবিতে একসঙ্গে কাজ করেছেন দীপিকা ও রেহিত। তবে এরই মাঝে, বড় ঘোষণা করলেন পরিচালক রোহিত শেট্টি। সিংঘম সিরিজের তৃতীয় ছবি সিংঘম এগেইনে মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ছবিতে তিনি হতে চলেছেন লেডি সিংঘম।
রোহিত শেট্টি বলেন, ‘সার্কাসের পরেই শুরু হবে সিংঘম ইউনিভার্সের আগামী ছবির কাজ। সেই ছবিতে লেডি সিংঘম হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সিংঘম এগেইনে তিনিই হচ্ছেন আমার লেডি পুলিস অফিসার। আগামী বছরই ফের একসঙ্গে কাজ করব আমরা।’ সম্প্রতি কারেন্ট লাগা রে গানের লঞ্চে এসে এই ঘোষণা করেন রোহিত শেট্টি। সার্কাসের এই গানে অতিথি হিসাবে হাজির থাকছেন অভিনেত্রী। এর আগে রোহিতের চেন্নাই এক্সপ্রেস ছবিতে মিনাম্মা চরিত্রে নজর কেড়েছিলেন দীপিকা। সিংঘম ৩-এ দীপিকার সঙ্গে দেখা যাবে অজয় দেবগণকে। এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা।
আরও পড়ুন- Rhea Chakraborty-Sushant Singh Rajput: সুশান্তের প্রেমে ‘কলঙ্কভাগী’ রিয়ার নতুন সম্পর্ক! কে তিনি?
সার্কাস ছবিতে রণবীর ও দীপিকার গান কারেন্ট লাগা রে-তে নজর কেড়েছে তাঁদের রসায়ন। এই প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমরা সেটে একসঙ্গে আসতাম। যখন আমরা একসঙ্গে থাকি তখন খুবই মজা হয়। আমার মনে হয় সেই মুহূর্তটা এনজয় করা উচিত যখন আমরা আমাদের পছন্দের সহ অভিনেতার সঙ্গে থাকি, যাকে আমরা বিশ্বাস করতে পারি কারণ বিষয়টাই যৌথ। এটা দেওয়া নেওয়ার সম্পর্ক। বিশ্বাসই দুই অভিনেতার রসায়নের ভিত্তি।’
পাশাপাশি রণবীর বলেন যে, ‘দীপিকার চরিত্রটির জন্যই আমি চেন্নাই এক্সপ্রেস হলে গিয়ে দেখেছি তিনবার। ওর কালারফুল ও ভাইব্রেন্ট স্বভাব আমার খুবই পছন্দ। এমনকী ঐ ছবিতে ওর কমিক ক্যারেক্টরও আমার খুবই ভালো লেগেছে। কমেডি করা সবচেয়ে শক্ত। আমি অনেক কমিক চরিত্র করতে চাই। এই মুহূর্তে একমাত্র একজনই আছেন যিনি কমেডি ভালো বানাতে পারেন, তিনি হলেন রোহিত শেট্টি।’