'গুন্ডাদের কেন সমর্থন করছেন?' JNU-তে হাজির হওয়ায় দীপিকাকে বয়কটের ডাক
দীপিকার সিনেমা বয়কটের ডাক দেন কেউ কেউ
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাতে JNU-তে হাজির হন (Deepika Padukone) দীপিকা পাডুকন৷ দিল্লিতে ছপক-এর প্রমোশন সেরে, বিশ্ববিদ্যালয়ে হাজির হন (Actor) অভিনেত্রী৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়ান দীপিকা পাডুকন৷ আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই দীপিকা যেন ট্রেন্ড করতে শুরু করেছেন সোশ্যাল সাইটে৷
আরও পড়ুন : 'মুখোশ পরে হামলা করে নিজেদের পুরুষ বলো?' JNU নিয়ে বিস্ফোরক সুনীল শেঠি
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় কেউ অভিনেত্রীর পরবর্তী সিনেমা (Chhapaak) ছপক বয়কটের ডাক দেন৷ কেউ বলতে শুরু করেন, বিবেকানন্দের মূর্তি যখন ভেঙে ফেলা হয়, সেই সময় দীপিকা কোথায় ছিলেন? JNU-তে গুন্ডাদের সমর্থন করছেন, আফজল গুরুকেও সমর্থন করছেন দীপিকা৷ এমন মন্তব্যও করতে শুরু করেন অনেকে৷ সোশ্যাল ইস্যু নিয়ে ছপক তৈরি করেছেন দীপিকা, সেই কারণেই কি তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ে হাজির হলেন? এমন প্রশ্নও তুলতে শুরু করেন অনেকে৷
আরও পড়ুন : 'পুরুষের চেয়েও শক্তিশালী দীপিকা', JNU-এ হাজির হওয়ায় অভিনেত্রীর ভূয়ষী প্রশংসা নেটিজেনদের
CHEAP THEATRICS by Deepika Padukone to Promote her Film. By standing with Leftists Kanhaiya Kumar & #AisheGhosh shows she supports #TukdeTukdeGang Why she didnt visit ABVP students who were also beаten?? #JNUFilmPromotion #BoycottChhapaak #BoycottChhapak #DeepikaPadukone pic.twitter.com/iYbKprtvHl
— Rosy January 7, 2020
deepikapadukone
Yr PR team is most stupid, fire them asap
They thought by going to JNU, u and yr movie will have a promotion. No way
Uwere3 standing with #TukdeTukdeGang whose slogans were against India.Apologize now#BoycottChhapaak
— comedy (@comedy80494695) January 7, 2020
@deepikapadukone Hey Deepika ji supporting Leftist ,Tukde Tukde Gang JNU student . Or Movie promotions..? Even ABVP students also injuried But you supporting AntiNational people .In same protest LW Sitaram yenchuri ,Khanaiya kumar also Present ..Shame #BoycottChhapaak pic.twitter.com/xEQbgQqf8q
— Dhruva Jain (@Dhruva_Jain) January 7, 2020
I am going to boycott all movies of @deepikapadukone as she is supporting #TukdeTukdeGang
Always thought that Deepika is mature and sensible with good acting skills but you never know the real face.#boycottchhapaak#boycottchhapaak#boycottchhapaak#boycottchhapaak pic.twitter.com/MIhzl2WzKn
— Avinash Pathak (@pathakavinash52) January 7, 2020
She Never came when Swami Vivekanand Status was vandalised by Left Goons
Why only Now ?
She chooses JNU where leftists who want to break India dominate! #boycottchhapaak #DeepikaPadukone pic.twitter.com/uoLrPKibhI
— Vinita Hindustani (@Being_Vinita) January 7, 2020
I never imagined that actress like Deepika Padukone will support These JNU Goons and Afzal
Now Deepika shows True colour
This is my final decision that I will never watch any Film of these actress who Support anti nationalist goons#boycottchhapaak pic.twitter.com/tryHZNX3ID
— (@Dikshapandey22) January 7, 2020
কেউ কেউ দীপিকাকে এবার থেকে আর কোনও বিষয়ে সমর্থন করবেন না বলে স্পষ্ট জানান৷ কেউ কেউ আবার দীপিকা টুকরে টুকরে গ্যাঙ-এর সদস্য হলেন বলেও কটাক্ষ করতে শুরু করেন৷ কেউ আবার বলতে শুরু করেন, বাম ছাত্র সংগঠনের পাশে দাঁড়িয়ে টুকরে টুকরে গ্যাঙকে সমর্থন করছেন দীপিকা, অথচ (ABVP) এবিভিপি-র কেউ কেউ ওইদিন আহত হন, তাঁদের সমর্থনে কেন অভিনেত্রী মুখ খুললেন না বলেও প্রশ্ন তোলেন অনেকে৷ কেউ কেউ বলতে শুরু করেন, দীপিকার পি আর টিম এবার তাঁকে ভুল পথে নিয়ে গিয়েছেন৷ তাই ছপক বয়কট করুন বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে৷ বলিউড এখনও ডি কম্পানি (দাউদ ইব্রাহিমের কম্পানি)-র টাকায় চলে৷ তাই দীপিকাকে বয়কট করুন বলে আক্রমণ করতে শুরু করেন কেউ কেউ৷