'গুন্ডাদের কেন সমর্থন করছেন?' JNU-তে হাজির হওয়ায় দীপিকাকে বয়কটের ডাক

দীপিকার সিনেমা বয়কটের ডাক দেন কেউ কেউ

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 8, 2020, 12:36 PM IST
'গুন্ডাদের কেন সমর্থন করছেন?' JNU-তে হাজির হওয়ায় দীপিকাকে বয়কটের ডাক

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাতে JNU-তে হাজির হন (Deepika Padukone) দীপিকা পাডুকন৷ দিল্লিতে ছপক-এর প্রমোশন সেরে, বিশ্ববিদ্যালয়ে হাজির হন (Actor) অভিনেত্রী৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়ান দীপিকা পাডুকন৷ আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই দীপিকা যেন ট্রেন্ড করতে শুরু করেছেন সোশ্যাল সাইটে৷

আরও পড়ুন : 'মুখোশ পরে হামলা করে নিজেদের পুরুষ বলো?' JNU নিয়ে বিস্ফোরক সুনীল শেঠি
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় কেউ অভিনেত্রীর পরবর্তী সিনেমা (Chhapaak) ছপক বয়কটের ডাক দেন৷ কেউ বলতে শুরু করেন, বিবেকানন্দের মূর্তি যখন ভেঙে ফেলা হয়, সেই সময় দীপিকা কোথায় ছিলেন? JNU-তে গুন্ডাদের সমর্থন করছেন, আফজল গুরুকেও সমর্থন করছেন দীপিকা৷ এমন মন্তব্যও করতে শুরু করেন অনেকে৷ সোশ্যাল ইস্যু নিয়ে ছপক তৈরি করেছেন দীপিকা, সেই কারণেই কি তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ে হাজির হলেন? এমন প্রশ্নও তুলতে শুরু করেন অনেকে৷ 

আরও পড়ুন : 'পুরুষের চেয়েও শক্তিশালী দীপিকা', JNU-এ হাজির হওয়ায় অভিনেত্রীর ভূয়ষী প্রশংসা নেটিজেনদের

কেউ কেউ দীপিকাকে এবার থেকে আর কোনও বিষয়ে সমর্থন করবেন না বলে স্পষ্ট জানান৷ কেউ কেউ আবার দীপিকা টুকরে টুকরে গ্যাঙ-এর সদস্য হলেন বলেও কটাক্ষ করতে শুরু করেন৷ কেউ আবার বলতে শুরু করেন, বাম ছাত্র সংগঠনের পাশে দাঁড়িয়ে টুকরে টুকরে গ্যাঙকে সমর্থন করছেন দীপিকা, অথচ (ABVP) এবিভিপি-র কেউ কেউ ওইদিন আহত হন, তাঁদের সমর্থনে কেন অভিনেত্রী মুখ খুললেন না বলেও প্রশ্ন তোলেন অনেকে৷ কেউ কেউ বলতে শুরু করেন, দীপিকার পি আর টিম এবার তাঁকে ভুল পথে নিয়ে গিয়েছেন৷ তাই ছপক বয়কট করুন বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে৷ বলিউড এখনও ডি কম্পানি (দাউদ ইব্রাহিমের কম্পানি)-র টাকায় চলে৷ তাই দীপিকাকে বয়কট করুন বলে আক্রমণ করতে শুরু করেন কেউ কেউ৷

.