Dev-Mithun Chakraborty: নন্দনে ব্রাত্য দেব-মিঠুনের ‘প্রজাপতি’, কী বলছেন অভিনেতা?
Dev-Mithun Chakraborty: হামি২ ও হত্যাপুরী নন্দনে জায়গা পেলেও নন্দনে জায়গা পেল না দেবের প্রযোজিত ছবি ‘প্রজাপতি’। ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। কী কারণে এই ছবি জায়গা পেল না নন্দনে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Dev, Mithun Chakraborty, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়দিন উপলক্ষ্যে শুক্রবারই মুক্তি পেয়েছে তিনটি বাংলা সিনেমা। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘হামি ২’, অভিজিৎ সেনের ছবি ‘প্রজাপতি’ ও সন্দীপ রায়ের ছবি ‘হত্যাপুরী’। তিনটি তিন ধরনের ছবি। এবং সেই প্রতিটি ছবি দেখতেই উৎসাহিত দর্শক। তবে হামি২ ও হত্যাপুরী নন্দনে জায়গা পেলেও নন্দনে জায়গা পেল না দেবের প্রযোজিত ছবি ‘প্রজাপতি’। ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। কী কারণে এই ছবি জায়গা পেল না নন্দনে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে ট্যুইটও করেছেন এই ছবির প্রযোজক দেব। কী বলছেন তিনি?
আরও পড়ুন-Amit Saha: অভিনেতা অমিত সাহাকে গালিগালাজ-মারধর, কাঠগড়ায় তৃণমূল, পাশে টলিউডের একাংশ
দেব ট্যুইটে লিখেছেন, ‘নন্দন তোমাকে মিস করব। কোনও ব্যাপার নয়, আবার দেখা হবে। গল্পের সমাপ্তি।’ নন্দনে তাঁর ছবি জায়গা না পাওয়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সুপারস্টার নিজেই। পাশাপাশি তাঁর বার্তা দেখেই বোঝা যাচ্ছে, এই নিয়ে দ্বন্দ্বেও যেতে চান না তিনি। তবে ট্যুইটের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রশ্ন। নেটপাড়ার অনেকেরই মত, ছবিতে মিঠুন চক্রবর্তী থাকাতেই এই ছবি নন্দনে ব্রাত্য হয়েছে। সাম্প্রতিক সময়ে বারংবার বিজেপির হয়ে রাজনীতিতে সক্রিয় হতে দেখা গেছে মেগাস্টারকে। এমনকী নানা বিষয়ে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন তিনি, সেই কারণেই হয়তো তাঁর ছবিকে নন্দনে জায়গা দেওয়া হয়নি, এমনটাই মত নেটপাড়ায়।
তবে যেমন বিজেপির হয়ে রাজনীতিতে নেমেছেন মিঠুন। সেরকমই তৃণমূলের দুবারের সাংসদ দেব। দেব ছবি তৈরির মাঝে রাজনীতি না আনতে চাইলেও সেই রাজনীতিই কী শেষমেষ তাঁর ছবি নন্দনে প্রদর্শন হওয়ার মাঝে অন্তরায় হয়ে দাঁড়াল? উঠছে প্রশ্ন। যদিও দেবের ট্যুইট ছাড়া এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ছবির সঙ্গে যুক্ত সকলেই। রাত পেরোলেই দেবের জন্মদিন, আপাতত তা নিয়েই ব্যস্ত অভিনেতা। প্রসঙ্গত, বাবা ছেলের সম্পর্ক নিয়ে তৈরি পরিচালক অভিজিৎ সেনের ছবি ‘প্রজাপতি’।