সন্ত্রাসবাদী দেব! স্যান্ড আর্ট টিজার জাগাচ্ছে আরও প্রশ্ন
নিজস্ব প্রতিবেদন : কখনও দুর্গ, কখনও বা হাওড়া ব্রিজ। কখনও বা চলন্ত ট্রেন, কাশফুল। তার মাঝে দেখা মিলল কাপড় ঢাকা একটা মুখ, হাতে অস্ত্র। দেখতে সন্ত্রাসবাদীর মত। তবে এসবই তৈরি হচ্ছে শিল্পীর হাতের স্যান্ড আর্ট-এর মাধ্যমে। শিল্পীর হাতের এই অসাধারণ স্যান্ড আর্ট আরও কিছুটা এগোলে বোঝা গেল এই মুখে কাপড় ঢাকা ব্যক্তিটি আসলে দেব। আর তাঁর এই লুক আপকামিং ফিল্ম 'কবীর'-এর। সন্ত্রাসবাদীর মত চেহারা। তবে তিনি ফিল্মে সত্যিই সন্ত্রাসবাদীর চরিত্রে অভিনয় করছেন কিনা তা এখনও জানা যায়নি।
আর 'কবীর'-এ দেব-এর সঙ্গী তাঁর ফিয়ান্সে রূক্মিনী। চ্যাম্প, ককপিট এর পর কবীর এ নিয়ে দেবের সঙ্গে তিন নম্বর ছবি করতে চলেছেন রুক্মিনী। ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। এই ছবির প্রযোজক এবং সহ পরিচালক দেব নিজেই।
Along with the Sand Art ...
Here goes the 1st look share as much as u can....#KABIR pic.twitter.com/chIdFqmBTi
— Dev (@idevadhikari) November 2, 2017
হ্যাঁ ঠিকই শুনছেন। প্রযোজনার পর এবার পরিচালনাতেও হাত পাকাতে চাইছেন অভিনেতা। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে কবীর-এর ফার্স্ট লুক। তবে অবশ্যই নজর কেড়েছে স্যান্ড আর্ট টিজার। যা অসাধারণ বললেও কম হবে।
আরও পড়ুন- ঠাকুরপোদের কাছে ফিরছেন উমা বৌদি, তৈরি তো?