Dev: বছরের প্রথমদিনেই বড় 'উপহার' দেবের, পুজোয় আসছে বহু প্রতীক্ষিত...

Dev's Pujo Release 2025: ২০২৪ সালের শেষে তিনি চমকে দিয়েছেন তাঁর দর্শকদের। পুরনো অবতারে ফিরেই বাংলা মূলধারার ছবিকে অক্সিজেন জুগিয়েছেন দেব। নিউ ইয়ারের শুরুতেই ২০২৫ সালের সবচেয়ে বড় উপহার দিলেন ফ্যানেদের।

Updated By: Jan 1, 2025, 03:16 PM IST
Dev: বছরের প্রথমদিনেই বড় 'উপহার' দেবের, পুজোয় আসছে বহু প্রতীক্ষিত...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ ইয়ার সেলিব্রেশনে মাতোয়ারা সারা বিশ্ব। নববর্ষের প্রথম দিনে উপহার দেওয়ার রীতি বরাবরই। এবার সেই স্টাইলেই ২০২৫ সালের প্রথম সকালেই ফ্যানেদের বিশেষ উপহার দিলেন সুপারস্টার দেব (Dev)। গত বছরের শেষে মুক্তিপ্রাপ্ত ছবি খাদান ঝড়ের গতিতে ব্যবসা করছে বক্স অফিসে। তার মাঝেই দেব জানিয়ে দিলেন পুজোয় তিনি ফিরছেন, নতুন ছবি 'রঘু ডাকাত' (Raghu Dakaat) নিয়ে। 

আরও পড়ুন- Dev: বক্সঅফিসে 'খাদান' ঝড়, বছরশেষে 'ইতিহাসে' নাম লেখালেন দেব!

অনেকদিন ধরেই রঘু ডাকাতের অপেক্ষায় রয়েছে ফ্যানেরা। এই ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্য়ায়, বেশ অনেকদিন ধরেই এই ছবি নিয়ে মজে রয়েছেন তিনি। ২০২১ সালে এই ছবির ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ, সঙ্গে রয়েছে দেবের প্রযোজনা সংস্থাও। ধারে ও ভারে অনে বড়মাপের ছবি হতে চলেছে রঘু ডাকাত, তার আভাস আগেই ছিল। এদিন ছবির ফার্স্ট লুক সামনে আনলেন দেব। মুখ ঢাকা কালো কাপড়ে, কপালে সিঁদুরের তিলক, চোখে লেগে ভয়ংকর রাগ। পোস্টার শেয়ার করে দেব লেখেন, "নতুন বছরের শুভেচ্ছা ৷ যেমন কথা দিয়েছিলাম, খাদান-এর পর আমি আমার নতুন কাজ নিয়ে আসছি ৷ পুজোয় আসছে রঘু ডাকাত ৷" 

 

এর আগে গোলন্দাজ ছবিতে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন দেব। ২০২১ সালে দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল সেই ছবি। এবার চারবছর পর সেই দুর্গা পুজোতেই দেব ও ধ্রব সামনে আনছেন তাঁদেন নতুন ছবি ৷ আঠারো শতকের অস্থিরস, অশান্ত বাংলার পৌরাণিক গল্প উঠে আসবে এই ছবিতে। ডাকাত কিন্তু ত্রাতা রঘু ডাকাতের জীবনের কিছু অংশ নিয়েই এই ছবি। 

আরও পড়ুন- Shweta Tiwari: 'পলক একের পর এক প্রেম করছে, আমি প্রতিবছরই বিয়ে করছি', বিস্ফোরক শ্বেতা...

প্রসঙ্গত, ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেবের 'খাদান'। সুজিত রিনো দত্ত পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেব। দেব ছাড়াও এই ছবিতে যিনি প্রশংসা পেয়েছেন তিনি হলেন যীশু সেনগুপ্ত। এই ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। ছবির প্রচারে কোনও খামতি রাখেননি দেব। সারা বাংলা ঘুরে ছবির প্রচার করেছে খাদানের গোটা টিম। অনেকদিন পরে মূলধারার বানিজ্যিক ছবিতে ফিরেছেন সুপারস্টার দেব। প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। নিজের রেকর্ড নিজেই ভাঙছেন দেব।  সবমিলিয়ে বছরশেষে ১১ দিনে এই ছবি ব্যবসা করেছে মোট ১০ কোটি। তবে এর পাশাপাশি ৩১ ডিসেম্বর একটি তথ্য শেয়ার করে দেব জানান যে কীভাবে ইতিহাসে নাম লিখিয়েছে খাদান। দেব লেখেন যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হওয়ার পর প্রথম হাউজফুল শো ছিল খাদানের। দেবের দাবি, 'এখন এটা ইতিহাস। খুবই গর্বিত। ধন্যবাদ সবাইকে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.