'কমান্ডো'র বেশে বাংলাদেশের পথে দেব!
বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনী-র ছবি 'কমান্ডো'তে দেখা যাবে দেবকে।
নিজস্ব প্রতিবেদন : বন্দুক হাতে, এক্কেবারে 'কমান্ডো'র লুকে বাংলাদেশে ঢুকে পড়লেন সাংসদ অভিনেতা দেব। না, না অন্যকিছু ভাবার কারণ নেই। বাংলাদেশের পরিচালক শামীম আহমেদ রনী-র ছবি 'কমান্ডো'তে দেখা যাবে দেবকে।
সম্প্রতি বাংলাদেশের ছবি 'কমান্ডো'র কলকাতা পর্বের শ্যুটিং শেষ করেছেন দেব। এবার তিনি রওনা দেবের বাংলাদেশের উদ্দেশ্যে। আর একথা নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন অভিনেতা। পোস্ট করেছেন ছবির পোস্টার।
এই ছবির মাধ্যমেই প্রথমবার কোনও বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন সাংসদ অভিনেতা দেব। ১১ মার্চ থেকে 'কমান্ডো'র শ্যুটিং শুরু করবেন দেব। জানা যাচ্ছে, প্রথম এই ছবির নাম রাখা হয়েছিল মিশন সিক্সটিন। পরে কোনও কারণে ছবির নাম বদলে দেওয়া হয়েছে। এর আগে দেব যখন বাংলাদেশে 'পাসওয়ার্ড' এর প্রচারে গিয়েছিলেন, তখনই তাঁর বাংলাদেশের ছবিতে কাজ করার খবর শোনা গিয়েছিল।
New beginning New Journey
My 1st in Bangladesh..Really excited for this one...need ur Love Support n Prayers as always #Commando #shooting starts from today pic.twitter.com/3hISsm88Kv— Dev (@idevadhikari) March 11, 2020
এর আগে ২০২০র ঈদ-উল-আযহাতে এই ছবিটি মুক্তি পেয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল, তবে করোনা মহামারীর কারণে ছবির কারণে সেটা সম্ভব হয়নি।