মেহন্দির ছবি টুইট করে বিয়ের কাউন্টডাউন শুরু করলেন দিয়া

Updated By: Oct 17, 2014, 02:51 PM IST
মেহন্দির ছবি টুইট করে বিয়ের কাউন্টডাউন শুরু করলেন দিয়া
photo courtesy: Twitter

শুরু হয়ে গেল দিয়া মির্জা-সহিল সঙ্ঘার বিয়ের অনুষ্ঠান। বিয়ের জন্য ভোট দিতে যাননি দিয়া। আর এবার টুইটারে ভক্তদের জন্য রইল প্রতি মুহূর্তের খবর। মেহন্দির ছবি পোস্ট করে ভক্তদের বিয়ের খবর দিতে শুরু করলেন দিয়া।

বৃহস্পতিবার দিয়ার বাড়িতেই অনুষ্ঠিত হয়েছে মেহন্দির অনুষ্ঠান। ঋতু কুমারের ডিজাইন করা সোনালি আনরকলি, ফুলের গয়নায় দিয়া, সঙ্গে মেরুন-লাল কূর্তায় সহিল, পিছনে জাঁকজমকপূর্ণ দিয়ার বাড়ির ঝলক। মেহন্দির জন্য পিকচার পারফেক্ট। বৃহস্পতিবার মেহন্দির পর শুক্রবার সঙ্গীতের আসরে দিয়া পরবেন অনিতা ডোঙ্গরির ডিজাইন করা পোশাক। ১৮ অক্টোবর বিয়ের জন্য দিয়া বেছে নিয়েছেন ঋতু কুমারের পোশাক। আর্য সমাজের আদবকায়দায় ব্যক্তিগত পরিসরে বিয়ের পর নৈশভোজের আসরের জন্য দিয়ার পছন্দ শান্তনু-নিখিলের ডিজাইন।

দিয়ার টুইট,

জার্মান বাবা ও বাঙালি মায়ের মেয়ে দিয়া, অন্যদিকে শিখ পরিবারের সন্তান সহিল। তাই বিয়ে হবে এই তিন ধরণের প্রথা মেনে। সহিলের পরিবার থাকেন দিল্লিতে। তাই রাজধানীতে হবে বিয়ের রিসেপশন। ২০০৯ সাল থেকে সম্পর্ক দুজনের।

 

.