দীপিকা পাড়ুকোন ও অমৃতা রাও একে অপরের আত্মীয়, এখবর জানেন?
তেমনই আবার দীপিকা পাড়ুকোনও অমৃতা রাওয়েরও একটা অত্মীয়তার সম্পর্ক রয়েছে। একথা কি জানতেন?
![দীপিকা পাড়ুকোন ও অমৃতা রাও একে অপরের আত্মীয়, এখবর জানেন? দীপিকা পাড়ুকোন ও অমৃতা রাও একে অপরের আত্মীয়, এখবর জানেন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/26/189167-article-l-2019411510051236312000.jpg)
নিজস্ব প্রতিবেদন: বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা শুধু সহ কর্মীই নন, অনেকেই আবার একে অপরের আত্মীয়। একথা হয়ত অনেকেরই আজানা। এই যেমন রণবীর সিং এবং সোনম কাপুর যে সম্পর্কে ভাইবোন হন সেকথা অনেকেই জানতেন না। তেমনই আবার দীপিকা পাড়ুকোনও অমৃতা রাওয়েরও একটা অত্মীয়তার সম্পর্ক রয়েছে। একথা কি জানতেন?
আরও পড়ুন-পুরীর মন্দিরে পুজো দিতে হাজির মিঠুন চক্রবর্তী, কেন এসেছেন প্রশ্ন করতেই জানালেই এই কথা...
রণবীর সিংয়ের সঙ্গে সোনম কাপুরের পরিবারের সম্পর্ক একে অপরের বাবা ও মায়ের তরফের। রণবীর দাদু (বাবার বাবা) হলেন সোনমের দিদার (মায়ের মা) ভাই। অন্যাদিকে দীপিকা পাড়ুকোনের তুতো বোনের সঙ্গে সম্প্রতি বিয়ে হল তুতো ভাইয়ের। সম্প্রতি, মুম্বইতে দীপিকার আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'দীপবীর' ও অমৃতা ও আনমোল জুটি। তাঁদের একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়। অর্থাৎ এই বিয়ের অনুষ্ঠান থেকেই দীপিকা ও অমৃতা আত্মীয়তে পরিণত হলেন বলা চলে।
আরও পড়ুন-২০১৪-র Zee বাংলার সারেগামাপা-র বিজয়ী ও রানার্স আপের এই সিঙ্গলস শুনে নিন...
প্রসঙ্গত কঙ্কোনি রীতিতে সম্পন্ন হয় এই বিয়ের অনুষ্ঠান।
আরও পড়ুন-আইনি বিচ্ছেদের আগেই এল অর্জুনের ফের বাবা হওয়ার খবর, মুখ খুললেন মেহের