করোনার থাবা, দুর্ঘটনা দিলীপ কুমারের বাড়িতে
শুক্রবার সকালেই মৃত্যু হয় আসলাম খানের
নিজস্ব প্রতিবেদন : কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে চলে গেলেন দীলিপ কুমারের ছোট ভাই আসলাম খান। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের তরফে প্রকাশ করা হয় ওই খবর।
আরও পড়ুন : কীভাবে আত্মহত্যা করেন সুশান্ত, ব্যান্দ্রার ফ্ল্যাটে 'ডেথ সিন' তৈরি করবে সিবিআই
করোনায় আক্রান্ত হয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয় দীলিপ কুমারের দুই ভাই আসলাম খান এবং এহসান খান-কে। কোভিডে আক্রান্ত হওয়ার পর আসলাম খানের শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালকে। আসলাম খানের পর এহসান খান-কেও নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে।
সংশ্লিষ্ট হাসপাতালের চিকিতসক জলিল পার্কার জানান, দিলীপ কুমারের দুই ভাইকেই আইসিইউতে নিয়ে যাওয়া হয়। বয়সজনিত কারণে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। যদিও শেষ পর্যন্ত আসলাম খান-কে বাঁচানো যায়নি। শুক্রবার সকালেই মৃত্যু হয় তাঁর।