কীভাবে আত্মহত্যা করেন সুশান্ত, ব্যান্দ্রার ফ্ল্যাটে 'ডেথ সিন' তৈরি করবে সিবিআই

কুপার হাসপাতালেও যাবেন আধিকারিকরা 

Edited By: জয়িতা বসু | Updated By: Aug 21, 2020, 10:47 AM IST
কীভাবে আত্মহত্যা করেন সুশান্ত, ব্যান্দ্রার ফ্ল্যাটে 'ডেথ সিন' তৈরি করবে সিবিআই
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় শুক্রবার থেকেই তদন্ত শুরু করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অভিনেতার ব্যান্দ্রার ফ্ল্যাটে হাজির হয়ে খোঁজ শুরু করবেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি ১৪ জুন কীভাবে ফ্ল্যাটের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত, সেই ঘটনা নতুন করে চিত্রানাট্যের আকারে তৈরি করা হবে।

আরও পড়ুন  : আরব আমিরশাহিতে যান রিয়া? অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি সিবিআইয়ের
১৪ জুন ব্যান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের খাটের সঙ্গে সিলিং ফ্যানের দূরত্ব, যে জামা দিয়ে গলায় ফাঁস দেন সুশান্ত, সে সব দিয়ে ঘটনার অবতারণা করা হবে। সবকিছুই করবেন সিবিআই আধিকারিকরা। তদন্তকারীদের একটি দল যখন ব্যান্দ্রার ফ্ল্যাটে বিভিন্ন জিনিস খতিয়ে দেখবে, অন্য দলটি কুপার হাসপাতালে যাবে। কুপার হাসপাতালের যে ৫ জন চিকিতসক সুশান্তের ময়নাতদন্ত করেন, তাঁদের সঙ্গে কথা বলা হবে। এসবের পাশাপাশি সুশান্তের রাধুনি নীরজকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।
জানা যাচ্ছে, ২০ অগাস্ট বিকেলে মুম্বইতে হাজির হচ্ছেন নুপূর প্রসাদ। তাঁর নেতৃত্বেই সুশান্তের মৃত্যু রহস্যের কিনারা করতে চলেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

.