সাহসী দিশা, ফটোশুট দেখলে চমকে যাবেন..

Updated By: Nov 8, 2017, 05:25 PM IST
সাহসী দিশা, ফটোশুট দেখলে চমকে যাবেন..

নিজস্ব প্রতিবেদন : টাইগার শ্রফের বান্ধবী তিনি। পাশাপাশি বাগী টু-এর নায়িকাও বটেl আর তাই ক্যামেরার ফ্ল্যাশ যেন পিছু ছাড়ে না তাঁর। আর এবার তাঁর ফটোশুটে মাত আট থেকে আঠেরো।

বুঝতে পারছেন কার কথা বলে হচ্ছে? হ্যাঁ, তিনি দিশা পাটানি। সম্প্রতি দিশা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। আর ওই ছবি দেখেই কুপোকাত নেটিজেনরা। জানা যাচ্ছে, ‘ম্যাক্সিম ইন্ডিয়ার’ ফটোশুটেই পোজ দিয়েছেন দিশা।

আরও পড়ুন : 'পোশাক ছিঁড়ে আরও বিভাজিকা দেখাও'

ধোনি-দ্যা আনটোল্ড স্টোরি-তে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন দিশা। তারপর থেকেই দিশা এবং টাইগারের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ায়। ওই দু’জনকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও, সম্পর্ক নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। শোনা যায়, জ্যাকি শ্রফের স্ত্রী অর্থাত টাইগার শ্রফের মা নাকি ছেলের সঙ্গে দিশার সম্পর্ক নিয়ে একেবারেই না-খুশ। কিন্তু, এসব নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খুলতে দেখা যায়নি দিশাকে।

.