দস্যুভূমিতে দস্যু হানা, র‍্যানসমওয়্যারের থাবায় এবার ডিজনি স্টুডিও

ক্যারাবিয়ান দস্যু VS সাইবার দস্যু। এবার ডিজনির স্টুডিওয় হানা দিল হ্যাকাররা। বিপুল অঙ্কের টাকা মুক্তিপণের দাবি। না দিলে ছবি লিক করে দেওয়ার হুমকি দিল সাইবার দস্যুরা। [বিট কয়েনের সাত কাহন]

Updated By: May 18, 2017, 08:51 AM IST
দস্যুভূমিতে দস্যু হানা, র‍্যানসমওয়্যারের থাবায় এবার ডিজনি স্টুডিও

ওয়েব ডেস্ক: ক্যারাবিয়ান দস্যু VS সাইবার দস্যু। এবার ডিজনির স্টুডিওয় হানা দিল হ্যাকাররা। বিপুল অঙ্কের টাকা মুক্তিপণের দাবি। না দিলে ছবি লিক করে দেওয়ার হুমকি দিল সাইবার দস্যুরা। [বিট কয়েনের সাত কাহন]

ক্যারাবিয়ান দস্যু VS সাইবার দস্যু। ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে খুঁজছে জলদস্যু। আর জলদস্যুকে খুঁজছে সাইবার দস্যু ওয়ানাক্রাই। চোখধাঁধানো স্পেশাল এফেক্টস। পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান সিরিজের একের পর এক ছবি সুপারহিট। জ্যাক স্প্যারোর কৌশলে বুঁদ আট থেকে আশি। জনি ডেপের অসাধারণ অভিনয়। কিন্তু সেই পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান সিরিজের ৫ নম্বর ছবিটিই বেকায়দায় পড়ে গেল। মুক্তিপণ না দিলে পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান সিরিজের ৫ নম্বর ছবিটি লিক করে দেওয়ার হুমকি দিল হ্যাকাররা। অনলাইন কারেন্সি বিটকয়েনের মাধ্যমে বিপুল পরিমাণ পণ দাবি করেছে তারা। না দিলে প্রথমে ৫ মিনিট, পরে ২০ মিনিটের ভিডিও লিক করে দেওয়ার হুঁশিয়ারি দিল হ্যাকাররা।   

ডিজনির ছবি হ্যাক করার ঘটনা বিক্ষিপ্ত নয়। ঠিক এমনই সাইবার হানার শিকার হয়েছে নেটফ্লিক্সও। নেটফ্লিক্স মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করায় তাদের জনপ্রিয় শো অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাকও লিক হয়ে যায়। সাইবার হানা মোকাবিলায় FBI-এর সঙ্গে একযোগে কাজ করছে ডিজনি।

.