Mogra: নামী স্কুলে রবোটিক্স ক্লাসে ছাত্রীর শরীরে 'অসভ্য হাত'!

Mogra:  অভিভাবকদের দাবি, স্কুলে আরও অনেক ছাত্রীদের সঙ্গেই এমন আচরণ করেছেন ওই শিক্ষক। এমনকী, খারাপভাবে স্পর্শ করেছেন ছাত্রদেরও! কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূর,  এ বিষয়ে আলোচনায়ও বসতে রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ।  

Updated By: Dec 16, 2024, 07:07 PM IST
Mogra: নামী স্কুলে রবোটিক্স ক্লাসে ছাত্রীর শরীরে 'অসভ্য হাত'!

বিধান সরকার: তখন রবোটিক্স ক্লাস চলছিল। এক ছাত্রীকে নাকি খারাপভাবে স্পর্শ করেছেন শিক্ষক! থানায় অভিযোগ দায়ের করলেন ওই ছাত্রীর পরিবারের লোকেরা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের পর এবার হুগলির মগড়া।

আরও পড়ুন:  Sundarbans: মাছ ধরতে গিয়ে ঘাড়ে পড়ল থাবা, কালীপদর বিক্রমে রণেভঙ্গ দক্ষিণরায়ের

পুলিস সূত্রে খবর, মগড়ার ওই স্কুলটি বেসরকারি। ইংরেজি মাধ্যমে চলে পঠনপাঠন। স্রেফ প্রথাগত বিষয়ই নয়, পড়ানো হয় রবোটিক্সও। অভিযোগ, বুধবার সেই  রবোটিক্সের ক্লাস চলাকালীন এক ছাত্রীকে খারাপভাবে স্পর্শ করেছেন শিক্ষক। পঞ্চম শ্রেণিতে সে। এরপর বাড়ি ফিরে মা-কে ঘটনাটি জানায় ওই ছাত্রী। পরেরদিন অর্থাত্‍ বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হয় থানায়। পুলিশ সূত্রে খবর,অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

অভিভাবকদের দাবি, স্কুলে আরও অনেক ছাত্রীদের সঙ্গেই এমন আচরণ করেছেন ওই শিক্ষক। এমনকী, খারাপভাবে স্পর্শ করেছেন ছাত্রদেরও! কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূর,  এ বিষয়ে আলোচনায়ও বসতে রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ।  অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।

স্কুলে প্রিন্সিপাল কমল প্রীতের অবশ্য দাবি, 'এই ঘটনার জানার পরই অভিযুক্ত শিক্ষককে সরিয়ে দেওয়া হয়েছে। স্কুল ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে'। তিনি বলেন, 'শিশুরা আমাদের খুব প্রিয়। এই ঘটনা খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে।  আমরা স্কুলে ভালো স্পর্শ খারাপ স্পর্শের ব্যাপারে বোঝাই মেয়েদের। ছাত্রীদের বলা হয় এমন কিছু হলে সরাসরি আমাদের জানাতে।এই ঘটনা স্কুল কখনোই হালকা ভাবে নেবে না'।

এর আগে,  পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে প্রাথমিক স্কুলে 'শ্লীলতাহানি'র শিকার হয় এক ছাত্রী। অভিযুক্ত শিক্ষকে গণধোলাই দেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পুলিসকে ঘিরেও চলে বিক্ষোভ। 

আরও পড়ুন:  Weather Update: সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস! জাঁকিয়ে শীতের স্পেল শুরুর আগেই কি শেষ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.