মোঙলি, ভালু, বাঘিরারা এবার জীবন্ত, দেখে নিন 'জঙ্গল বুক' ট্রেলর
ছোট বেলার সেই স্বপ্ন নগরীর গল্প। একটা কাল্পনিক জঙ্গল। সেই জঙ্গলের নায়ক মোঙলি। 'জঙ্গল জঙ্গল পাতা চালা হে, চাড্ডি পেহেনকে ফুল খিলা হে', সেই মোঙলি এবার আরও একবার বড় পর্দায়। কিন্তু এবার জীবন্ত। থাকছে অ্যানিমেশনও।
ওয়েব ডেস্ক:ছোট বেলার সেই স্বপ্ন নগরীর গল্প। একটা কাল্পনিক জঙ্গল। সেই জঙ্গলের নায়ক মোঙলি। 'জঙ্গল জঙ্গল পাতা চালা হে, চাড্ডি পেহেনকে ফুল খিলা হে', সেই মোঙলি এবার আরও একবার বড় পর্দায়। কিন্তু এবার জীবন্ত। থাকছে অ্যানিমেশনও।
১৯৬৭ সালে পরিচালক জন ফাভরিউ, দ্য জঙ্গল বুক নামে প্রথম একটি সিনেমা তৈরি করেছিলেন। যা আজও মুখে মুখে পরিচিত। এবার সেই সিনেমাই আরও জীবন্ত। লাইভ অ্যাাকশনের সঙ্গে থাকছে অ্যানিমেশনও। ভারতীয় দর্শক মোঙলি, ভালু, বাঘিরাদের নতুন করে বড় পর্দায় দেখার জন্য উদগ্রীব।
ডিসনি প্রোডাকশন ২০১৫ তে অ্যানিমেশনে নিয়ে আসতে চলছে 'জঙ্গল বুক'। ছোটবেলার মোঙলি, ভালু, বাঘিরাদের গল্প দেখে আরও একবার স্মৃতিচারণায় ফিরে যেতে পারেন আপনি। কেন হবে সেই জঙ্গল বুক, দেখে নিনি ট্রেলর-