জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেত্রী আলিয়া ভাট এই মুহূর্তে ব্যস্ত তার নতুন ছবি 'জিগরা'-র প্রচারে। তবে এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি পতৌদি নবাব সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানকে নিয়ে একটি মিষ্টি মুহুর্তের কথা বলেছিলেন। আলিয়া বলেন, "গাঙ্গুবাই চরিত্রের জন্য অনেক প্রশংসা পেয়েছি, কিন্তু সবচেয়ে মিষ্টি প্রশংসা এসেছে ইব্রাহিম আলি খানের কাছ থেকে। সে আমাকে সোশ্যাল মিডিয়ায় মেসেজ করে জানায়, আমার অভিনয় তার খুব ভালো লেগেছে এবং আমার কাজ থেকে সে অনেক কিছু শিখেছে। গাঙ্গুবাই চরিত্রটি তার মনের জোর বাড়িয়েছে। ওর এই প্রতিক্রিয়া আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ছবিতে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন ইব্রাহিম, যেখানে আলিয়া ভাট ও রণবীর সিং-এর সঙ্গে তার বন্ধুত্ব গভীর হয়েছে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: সাদাকালো পর্দার 'রঙিন' ছন্দা সেন চিরতরে পাড়ি দিলেন দূর দেশে...
প্রসঙ্গত, ইব্রাহিমকে বড় পর্দায় দেখা যাবে কায়োজি ইরানি পরিচালিত ও ধর্মা প্রোডাকশন প্রযোজিত ছবি 'সরজমিন'-এ, যেখানে কাজলও অভিনয় করছেন। এছাড়াও, ইব্রাহিম দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে একটি প্রেমের ছবিতে জুটি বাঁধবেন, যার নাম এখন পর্যন্ত 'ডিলার' হিসাবে ঠিক করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)