ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে 'দোস্তানা-২', জুটি বাঁধছেন কার্তিক ও জাহ্নবী
এ বার সেই দোস্তানা-এর সিক্যুয়েল বানানোর কথা জানালেন করণ জোহর।
নিজস্ব প্রতিবেদন: ২০০৮ সালের হিট বলি মুভির তালিকায় অন্যতম নাম 'দোস্তানা'। জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়ার ত্রিকোণ প্রেম নজর কেড়েছিল ফিল্ম অনুরাগীদের। করণ জোহর প্রযোজিত এই ফিল্মের বক্স অফিসেও বেশ সফল। এ বার সেই দোস্তানা-এর সিক্যুয়েল বানানোর কথা জানালেন করণ জোহর।
বৃহস্পতিবার নিজের টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন করণ। সেই ভিডিয়োর মাধ্যমেই দোস্তানা ২-এর কথা জানান তিনি। ভিডিয়ো থেকে স্পষ্ট, আগের দোস্তানার মতোই সিক্যুয়েলটি মূলেও সেই ত্রিকোণ প্রেম। তবে এই ভিডিয়োটি থেকেই দানা বাঁধছে রহস্য। কারণ মূল চরিত্রে কার্তিক আরিয়ান ও জাহ্নবীর নাম প্রকাশ করলেও তৃতীয় চরিত্রে অভিনেতা কে, তা জানাননি করণ। সেই তৃতীয় ব্যক্তির ভূমিকায় থাকবে কোনও নতুন মুখ- এমনটাই লিখেছেন করণ।
আরও পড়ুন-ফিল্ম মার্শাল সাম মানেকশ-র ভূমিকায় বলিউডের এই অভিনেতা, চেনা প্রায় অসম্ভব!
The return of the franchise with unlimited madness! @TheAaryanKartik, #Janhvi & a soon to be launched fresh face - making it the trio for #Dostana2, directed by @CollinDcunha. Watch out for the third suitable boy!@apoorvamehta18 @dharmamovies pic.twitter.com/XtpSHGMUrv
— Karan Johar (@karanjohar) June 27, 2019
দোস্তানা ফ্র্য়াঞ্চাইজির দ্বিতীয় ছবির পরিচালনা করবেন কলিন ডি'সুজা। এর আগে বলিউডের বেশ কিছু হিট ফিল্মের অ্যাসিসটান্ট ডিরেক্টর ও সেকেন্ড ইউনিট ডিরেক্টরের ভূমিকায় কাজ করেছেন তিনি। সেকেন্ড ইউনিট ডিরেক্টর হিসাবে তাঁর ঝুলিতে রয়েছে তলাশ, ভাগ মিলখা ভাগ, পিকে-এর মতো সফল ফিল্ম। এ বার মূল ডিরেক্টর হিসাবে দোস্তানা ২-এ তিনি কতটা সফল হন,সেই দিকেই তাকিয়ে বলিউড।
Extremely thrilled to announce my first film #Dostana2 with the supremely talented @TheAaryanKartik, #Janhvi & a suitable boy who shall be revealed soon! Watch this space for more!@karanjohar @apoorvamehta18 @DharmaMovies @Sumitaroraa @Navjotalive #RishabhSharma @NotSoSnob pic.twitter.com/9U2OYnBoXR
— Collin DCunha (@collinDcunha) June 27, 2019
ত্রিকোণ প্রেমের তৃতীয় কোণটি কে পূরণ করবে? সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন, এমনটাই জানালেন করণ।
আরও পড়ুন-ন্যাটওয়েস্ট ট্রফির ওই দুর্ধর্ষ জয়ের গল্প উঠে আসবে 'দুসরা'র গল্পে