ভারতের মানচিত্রে 'জায়গা নেই' জম্মু কাশ্মীরের, ভুল ম্যাপ শেয়ার করে ক্ষমা চাইলেন ফারহান আখতার

ফারহানের ট্যুইট নিয়ে শুরুহয়েছে জোর জল্পনা 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 19, 2019, 03:07 PM IST
ভারতের মানচিত্রে 'জায়গা নেই' জম্মু কাশ্মীরের, ভুল ম্যাপ শেয়ার করে ক্ষমা চাইলেন ফারহান আখতার

নিজস্ব প্রতিবেদন: CAA এবং NRC নিয়ে গোটা দেশ জুড়ে জোর তরজা শুরু হয়েছে৷ সাধারণ মানুষ থেকে বলিউডের একাধিক সেলেব, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কে কী ভাবছেন, তার বেশ কিছু অংশ প্রতিফলিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ ফলে উত্তাপ ক্রমশ শুরু করেছে বাড়তে৷ এবার সেই উত্তাপকে আরও বেশ কিছুটা বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা (Farhan Akhtar) ফারহান আখতার৷

আরও পড়ুন :  গোয়ায় গেলেন পূজা, স্বল্প পোশাকে ভাইরাল বাঙালি অভিনেত্রীর ছবি
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সম্প্রতি (Jamia Protest) জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের (Students) পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পড়ুয়াদের বিক্ষোভ থামাতে পুলিস লাঠিচার্জ করে অন্যায় করেছে বলে দাবি করতে শুরু করেন অনেকে৷ সেই তালিকায় যুক্ত হয় ফারহান আখতারের নামও৷ দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্রতিবাদে (Police) পুলিস যেভাবে  লাঠিচার্জ করেছে, তার বিরুদ্ধে ১৯ ডিসেম্বর পালটা প্রতিবাদ কর্মসূচির ডাক দেন (Bollywood) বলিউড অভিনেতা৷ 

 

১৯ ডিসেম্বরের মিছিলে যোগ দেওয়ার জন্য ফারহান যে ট্যুইট করেন, সেখানে একটি (Indian Map) ভারতের ম্যাপও শেয়ার করেন তিনি৷ কিন্তু ভারতের ওই ম্যাপে জম্মু কাশ্মীরকে দেশের বাইরে পৃথক অংশ হিসেবে দেখানো হয়৷ বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই পালটা ট্যুইট করেন বলিউড অভিনেতা৷
তিনি বলেন, ভুল করে ভারতের ওই ম্যাপ শেয়ার করেছেন তিনি৷ (Jammu-Kashmir) জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ ভুল করে ভারতের যে ভুল ম্যাপ তিনি শেয়ার করেছেন, তার জন্য ক্ষমাও চেয়ে নেন দ্য স্কাই ইস পিঙ্ক-এর অভিনেতা৷ যদিও ফারহানের ক্ষমা চেয়ে নেওয়ার পরও তাঁকে নিয়ে জল্পনা অব্যাহত৷ 

.