#ফ্ল্যাশব্যাক ২০১৬ : বলিউডের সেরা ৫
২০১৬-র বলিউড সাক্ষী থাকল হিট, ফ্লপ, সুপারহিট, ব্লকবাস্টার, ডিসাস্টার....সব ধরনের ফিল্মেরই। কিছু সিনেমা বিগ ব্যানার, নামী পরিচালক হওয়া সত্ত্বেও নিরাশ করলেন দর্শকদের। আবার কিছু সিনেমা বক্স অফিসে দেখাল অপ্রত্যাশিত সাফল্য। চলুন একনজরে দেখে নেওয়া যাক, ২০১৬-র সেরা ৫টি ছবিকে।
ওয়েব ডেস্ক : ২০১৬-র বলিউড সাক্ষী থাকল হিট, ফ্লপ, সুপারহিট, ব্লকবাস্টার, ডিসাস্টার....সব ধরনের ফিল্মেরই। কিছু সিনেমা বিগ ব্যানার, নামী পরিচালক হওয়া সত্ত্বেও নিরাশ করলেন দর্শকদের। আবার কিছু সিনেমা বক্স অফিসে দেখাল অপ্রত্যাশিত সাফল্য। চলুন একনজরে দেখে নেওয়া যাক, ২০১৬-র সেরা ৫টি ছবিকে।
১) সুলতান- অলটাইম ব্লকবাস্টার ছবি সুলতান। আলি আব্বাস জাফরের পরিচালানায় এই রোমান্টিক স্পোর্টস-ড্রামায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সল্লু মিঞা ও অনুষ্কা শর্মা। হরিয়ানার কুস্তিগীর সুলতান আলি খানের জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবি। কীভাবে সুলতানের সফল কেরিয়ার, তাঁর ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করে, তা নিয়েই সিনেমা। সারা বিশ্বে প্রায় ৫৮৪ কোটি টাকার ব্যবসা করে সুলতান। পড়ুন, শুরুতেই ১৫০ কোটি টাকার ব্যবসা করবে 'সুলতান'!
২) এয়ারলিফ্ট- সত্য ঘটনা অবলম্বনে ছবি 'এয়ারলিফ্ট'। গল্পের পটভূমি ১৯৯০। কুয়েতে ইরাক অতর্কিত হামলা চালালে আটকে পড়েন বহু ভারতীয়। কে দেশে ফিরিয়ে আনবে তাঁদের? এগিয়ে আসেন অনাবাসী ভারতীয় রঞ্জিত্ কটওয়াল। নিজে দায়িত্ব নিয়ে ১ লক্ষ ৭০ হাজার মানুষকে দেশে ফিরিয়ে আনতে, ভারত সরকারকে সাহায্য করেন তিনি। এই ঘটনায় ভারতের নাম ওঠে গিনেস বুকে। শিল্পপতি রঞ্জিত্ কটওয়ালের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। বক্সঅফিসে দুর্ধর্ষ সাফল্য পায় ছবিটি। আরও পড়ুন, বছরের প্রথম, অক্ষয়ের চতুর্থ একশো কোটির হিট 'এয়ারলিফ্ট'
৩) এম এস ধোনি, দ্যা আনটোল্ড স্টোরি- টিকিট পরীক্ষকের চাকরি থেকে ধোনির ক্রিকেট জীবনের কেরিয়ারগ্রাফ। প্রথম প্রেমে বিচ্ছেদ থেকে বিয়ে। সবই উঠে এসেছে সিলভার স্ক্রিনে। নীরজ পান্ডের নির্দেশনায় 'এম এস ধোনি, দ্যা আনটোল্ড স্টোরি'। মুখ্য চরিত্রে সুশান্ত সিং রাজপুত। পড়ুন, বক্স অফিসেও ছক্কা: ধোনিকে নিয়ে সিনেমা ১০০ কোটির পথে
৪) পিঙ্ক- মেয়েদের নিয়ে ছবি পিঙ্ক। মহিলাদের অধিকার, মহিলাদের সম্মান। তাপসী পান্নু, অমিতাভ বচ্চন অভিনীত ছবির স্পেশাল স্ক্রিনিং হয় রাষ্ট্রসংঘের সদর দফতরে। মহিলাদের সম্পর্কে পুলিশকে সহানুভূতিশীল করে তুলতে 'পিঙ্ক' বিশেষভাবে দেখানো হয় রাজস্থান পুলিসকে। পড়ুন, গোলাপের সঠিক রং, সোচ্চার নারী
৫) ডিয়ার জিন্দেগি- জীবনে নানা সমস্যা। যার মধ্যে অন্যতম বিষম সমস্যা হল সম্পর্ক। হতাশা, কুড়ে কুড়ে খাচ্ছে। সেই জীবন থেকেই মুক্তির পথ খুঁজে পাওয়ার সিনেমা 'ডিয়ার জিন্দেগি'। সম্পর্ক নিয়ে এক মোচড় দেওয়া কাহিনি। বছর শেষে 'বক্সঅফিস ফুল'। পড়ুন, শাহরুখের জিন্দেগি ভাল লাগায়, ডিয়ার আলিয়াও মন ভরায়
আমির খান অভিনীত 'দঙ্গল'-এর মুক্তি ২৩ ডিসেম্বর।