Porn Case : রাজ কুন্দ্রার কোম্পানির ৩ প্রযোজক ও গহনা বশিষ্ঠের বিরুদ্ধে নতুন করে FIR
এই মামলার তদন্তভার রয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেলের হাতে।
নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornography) মামলায় নতুন করে FIR দায়ের করা হল রাজ কুন্দ্রার (Raj Kundra) কোম্পানির তিন প্রযোজক এবং অভিনেত্রী, মডেল গহনা বশিষ্ঠের (Gehana Vasishth) বিরুদ্ধে। মুম্বইয়ের মালওয়ানি থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। অভিযোগকারিণী অভিনেত্রী জানিয়েছেন, Hotshots- অ্যাপে তাঁকে অভিনয় করার জন্য জোর করা হয়েছিল।
জানা যাচ্ছে, ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৩৯২, ৩৯৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে রাজ কুন্দ্রার কোম্পানির ওই ৩ প্রযোজকের বিরুদ্ধে। প্রসঙ্গত, পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রা (Raj Kundra)কে গ্রেফতার করা হয় গত ১৯ জুলাই। শিল্পা শেঠির স্বামী রাজ আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন। এই মামলায় রাজের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch) আদালতকে জানিয়েছে, রাজ ও রায়ান থর্পের চ্যাট থেকে তাঁরা Hotshots-র আর্থিক লেনদেনের একাধিক তথ্য পেয়েছেন।২০২০-র অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পর্নোগ্রাফি ব্যবসায় রাজের আয় ছিল ১.১৭ কোটি টাকা।
আরও পড়ুন-'Raj নয়, Shilpa Shetty-র অ্যাপের জন্য ডাক পেয়েছিলাম', মুখ খুললেন Celina Jaitly
এদিকে পর্নোগ্রাফি মামলায় আরও এক অভিযুক্ত মডেল, অভিনেত্রী ও প্রযোজক গহনা বশিষ্ঠকেও গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করেছিল মুম্বই পুলিস। ৪ মাসের জেল হেফাজতে ছিলেন তিনি। আপাতত জামিনে মুক্ত রয়েছেন গহনা (Gehana Vasishth)।