১৭০ জন তরুণীকে কেরল থেকে ভুবনেশ্বর পাঠিয়ে ওড়িশা থেকে অঢেল ভালবাসা পাচ্ছেন সোনু

এবার সোনুর উপর ভালবাসা প্রকাশ করল ওড়িশা।

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 13, 2020, 05:44 PM IST
১৭০ জন তরুণীকে কেরল থেকে ভুবনেশ্বর পাঠিয়ে ওড়িশা থেকে অঢেল ভালবাসা পাচ্ছেন সোনু

নিজস্ব প্রতিবেদন : ​কেরলে আটকে পড়া ওড়িশার ১৭০ জন তরুণীকে রাজ্যে ফিরিয়ে দিয়েছেন সোনু সুদ। কেরল থেকে বিমানে করে ওই ১৭০ জন তরুণীকে ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সোনু। ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছনোর পর রাজ্যের তরফে পরিবহনের ব্যবস্থা করে ওই ১৭০ জনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি সোনু সুদ এভাবেই ওড়িশা মেয়েদের সে রাজ্যে ফিরিয়ে দিয়েছেন লকডাউনের জন্য। এবার সোনুর উপর ভালবাসা প্রকাশ করল ওড়িশা।

সিম্বা অভিনেতার নাম লিখে ১১ হাজার পোস্ট কার্ড পাঠানো হচ্ছে সোনুর বাড়িতে। বলিউড অভিনেতার উপর ভালবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করতেই নেওয়া হয়েছে ওই সিদ্ধান্ত। কেন্দ্রাপাড়ার জেলাশাসক প্রথম পোস্টকার্ডে প্রথম স্বাক্ষর করে সোনুর জন্য ভালবাসা জড়ো করার কাজ শুরু করেন। এরপর একে একে অন্য পোস্টকার্ডগুলিও জড়ো করা হয়। এরপর সেগুলি সোনু সুদের বাড়িতে পাঠানো হবে বলে খবর।

 

ওড়িশার তরুণীদের সে রাজ্য ফেরত পাঠানোর জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও ট্যুইট করে ধন্যবাদ জানান সোনু সুদকে।

.