নিজস্ব প্রতিবেদন : বয়স মাত্র ১৯ বছর, ইন্টারনেট হ্যাকিং করাই পেশা ও নেশা রোহন শাহ নামে এই তরুণ। অথচ বছর ১৯ এর রোহন তাঁর থেকে বয়সে অনেক বড় হিনা খানের (Hina Khan) প্রেমে একপ্রকার হাবুডুবু খাচ্ছে। হিনাকে কাছে পেতে সে নাছোড়বান্দা। প্রেয়সীকে কাছে পেতে কোনও কিছু করতেই সে কাউকে পরোয়া করে না। বছর ১৯ এর এই তরুণের কাণ্ডকারখানায় হতবাক হিনা খান নিজেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনেক চেষ্টা করেও হিনা রোহনকে বুঝিয়ে পারে না। বেপরোয়া এই তরুণ হিনার সঙ্গে ঘটাতে থাকে একের পর এক ঘটনা। কখনও সে হিনার (Hina Khan) ল্যাপটপ থেকে অফিসের উল্টোপাল্টা মেইল পাঠিয়ে দেয়। আবার কখনও হিনার অফিসের নানা তথ্য হ্যাকিংয়ের (Hacking) মাধ্যমে নিজের কুক্ষিগত করে বসে। শেষে কোনওভাবেই হিনাকে রাজি করাতে না পেরে হিনার ব্যক্তিগত কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেয় রোহন। কিন্তু তারপর?


আরও পড়ুন-হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা দীপঙ্কর দে


এমনই একটি গল্প নিয়েই হ্যাকড (Hacked) ছবিটি বানিয়েছেন পরিচালক বিক্রম ভাট। রবিবার মুক্তি ছবির ট্রেলার। যেটি দেখলে আপনিও শিউড়ে উঠবেন। 



আরও পড়ুন-স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় পদক জিতল যীশু কন্যা সারা


তবে ঘটনাটা যে শুধুই একটি ছবির গল্প, তা কিন্তু নয়। ইন্টারনেটের দুনিয়ায় আমরা প্রায় প্রতিমুহূর্তেই নজরদারিতে রয়েছি। এই প্রযুক্তির যুগে হ্যাকারদের দৌলতে আমরা আর নিরপদ নয়। প্রতি মুহর্তেই আমাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। হ্যাকিংয়ের গল্প নিয়ে গত বছরই 'পাসওয়ার্ড (Password)' ছবিটি বানিয়েছিলেন প্রযোজক দেব। বলিউডের কায়দায় বানানো ছবি দেখে মুগ্ধ হয়েছিল দর্শকরা। 'পাসওয়ার্ড'(Password) মুক্তির পর হ্যাকিংয়েও আরও একটি অন্যরকম গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে বিক্রম ভাটের ছবি 'হ্যাকড'। যদিও দুটি ছবির বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা, কোথাও কোনও মিলই নেই। তবে ছবির প্রতিপাদ্য বিষয় কিন্তু সেই হ্যাকিং। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছেন হিনা খান (Hina Khan) অভিনীত প্রথম বলিউড ছবি Hacked।