ব্রেন টিউমারে মারা গেলেন Harry Potter-James Bond-র জনপ্রিয় অভিনেতা Paul Ritter
Paul Ritter-র মৃত্যুতে শোক প্রকাশ করছে হলিউড থেকে বলিউড।
নিজস্ব প্রতিবেদন: Harry Potter and The Half-Blood Prince-র অভিনেতা Paul Ritter ব্রেন টিউমার নিয়ে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। কিন্তু আর লড়াই করতে পারলেন না। ৫৪ বছর বয়সেই কঠিন রোগের কাছে হার মানতে হল তাঁকে। গত সোমবার সন্ধেবেলা মৃত্যু হয় তাঁর। ঘটনায় শোক প্রকাশ করছে হলিউড থেকে বলিউড। Paul Ritter-র মুখপাত্র এই মৃত্যু সংবাদ দেন।
3/3 and once again his unique talent, presence and genius shone through. I just adored watching him work. My thoughts go to his family & friends. Thank you Paul for raising the bar and for being such an inspiring actor to our community. We will miss you so much. #PaulRitter
— Daniel Mays (@DanielMays9) April 6, 2021
So, so sad to hear this. I was such a fan of Paul Ritter he was absolutely magic, RIP https://t.co/470euDcx9J
— Nicola Coughlan (@nicolacoughlan) April 6, 2021
He was so funny in Friday night dinner - absolutely shocked what a shame
— Dave (@DavidMackayy) April 6, 2021
তিনি জানান,"অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, পল রিটার গত রাতে মারা গিয়েছেন। সেই সম পাশে ছিলেন স্ত্রী পলি, ছেলে ফ্র্যাঙ্ক এবং নোহ। বাড়িতেই মৃ্ত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪। মস্তিষ্কে টিউমারে ভুগছিলেন তিনি। পল এক ব্যতিক্রমী প্রতিভাবান অভিনেতা ছিলেন। অসাধারণ দক্ষতার সঙ্গে মঞ্চ থেকে পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি প্রচণ্ড বুদ্ধিমান, দয়ালু এবং খুব মজার ছিলেন। আমরা বিশেষভাবে তাকে মিস করব।"
Paul Ritter, who appeared as Guy Haines in Quantum of Solace, has very sadly passed away. Our thoughts are with his family and friends. pic.twitter.com/QOTbMRsrRE
— James Bond (@007) April 6, 2021