'কবীর সিং'-এর সাফল্য, পারিশ্রমিক বাড়িয়ে ৩৫ কোটি করলেন শাহিদ?

 এটাই শাহিদের প্রথম ছবি যেটি ২০০ কোটি টপকালো।  

Updated By: Jul 10, 2019, 12:11 PM IST
'কবীর সিং'-এর সাফল্য, পারিশ্রমিক বাড়িয়ে ৩৫ কোটি করলেন শাহিদ?

নিজস্ব প্রতিবেদন: বক্স অফিসে শাহিদ কাপুরের 'কবীর সিং' সুপার হিট। মাত্র ১৩ দিনেই বক্স অফিসে ২০০ কোটির পাঁচিল টপকেছে 'কবীর সিং'। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবিটি ২৪০ কোটির ব্যবসা করে ফেলেছে। প্রসঙ্গত, এটাই শাহিদের প্রথম ছবি যেটি ২০০ কোটি টপকালো।  

এদিকে শোনা যাচ্ছে, 'কবীর সিং'-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন শাহিদ কাপুর। জানা যাচ্ছে, আগামী ছবিগুলির জন্য পারিশ্রমিক হিসাবে শাহিদ নাকি ৩৫ কোটি টাকা দাবি করছেন। আর এখবর যদি সত্যি হয় তাহলে শাহিদ এই মুহূ্র্তে বলিউডের অন্যতম 'হায়েস্ট পেড' অভিনেতা হবেন।  বক্স অফিসে 'কবীর সিং' ২০০ কোটি টপকানোর পর দর্শকদের সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ধন্যবাদ জানাতেও ভোলেননি শাহিদ। 

আরও পড়ুন-রণবীর বাদ, এবার হৃত্বিকের সঙ্গে রোম্যান্স দীপিকার?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Your love is so overwhelming words will always fall short. Thank you for understanding him forgiving him and loving him with all your heart. We all fall apart. And we all must strive to rise from our faults. To be better. To be wiser. To be kinder. He is flawed. So are we all. You didn’t judge him you experienced him. You understood him. I have never ever felt so thankful. The most flawed character I have ever played. Has become my most loved. Indeed indian cinema and the audience has come a long way. More power to brave choices. More power to you all for your maturity and humanness. You have given me wings to fly. To not only be burdened by the need to be loved to be a star but to have the courage to be hated in equal measure to be an actor. Here’s to cinema mirroring life. To protagonists who don’t have to be restricted by their goodness and can be human and imperfect. There is perfection in imperfection and that is the beauty and the challenge of this human life. Thank you. Again and again. You all are the heroes of this story.

A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on

প্রসঙ্গত, শাহিদের 'কবীর সিং' নিয়ে কিছু কম বিতর্ক হয়নি। এই ছবিতে প্রেমিকার উপর শাহিদ যেভাবে অধিকার দেখিয়েছেন এবং ছবিতে প্রেমিকার গায়ে হাত তুলেছেন তা নিয়ে কড়া সমালোচনা হয়। অনেকেই প্রশ্ন তোলেন শাহিদ কেরিয়ারের এই পর্যায়ে এসে কেন এধরনের একটা ছবি বেছেছেন। বিষয়টি নিয়ে মুখ খুলে বিতর্কে জড়়ান ছবির পরিচালকও।

এক সাক্ষাৎকারে ছবিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা নানান বিতর্কের জবাব দিতে গিয়ে পরিচালক বলেন  "আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে গভীরভাবে ভালবাসেন, সে ক্ষেত্রে আপনার ও আপনার সঙ্গীর একে অপরকে চড় মারার অধিকার রয়েছে। এতে দোষের কিছু দেখতে পাচ্ছি না আমি।" আর সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই মন্তব্যকে কেন্দ্র করেই এখন তোলপাড় হয় সোশাল মিডিয়া। তাঁর কথায় কার্যত রেগে আগুন নেটিজেনরা। তাঁরা বলছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই বক্তব্য মোটেও রুচিকর নয়। 

আরও পড়ুন-বাড়িতে বিপত্তারিণী পুজো করলেন বিপাশা-করণ

.