গানে, কবিতায় হৃদি ভেসে যায়
কখনও কবিতা। কখনও গান। কবি জয় গোস্বামীর কণ্ঠে কবিতাপাঠ। তারপরই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ধ্রুপদী ছোঁয়ায় ভিন্ন সুরের গান। এভাবেই সেজেছে বিজল্পের অ্যালবাম `হৃদি ভেসে যায়`।
কখনও কবিতা। কখনও গান। কবি জয় গোস্বামীর কণ্ঠে কবিতাপাঠ। তারপরই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ধ্রুপদী ছোঁয়ায় ভিন্ন সুরের গান। এভাবেই সেজেছে বিজল্পের অ্যালবাম `হৃদি ভেসে যায়`। ১৬ এপ্রিল সন্ধেয় মিউজিক ওয়ার্ল্ডে অ্যালবামটি প্রকাশ করলেন নাট্যকার ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র।
অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে জয় গোস্বামী বলেন, "দীর্ঘদিন ধরে সুদীপের নিজে লেখা এবং নিজেই সুর দেওয়া গানগুলো এই প্রথম কোন অ্যালবাম আকারে প্রকাশ করা হল। খুবই আনন্দের দিন। "
দীর্ঘদিনের ভাবনা বাস্তবায়িত হল সোমবার। শিল্পী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "অ্যালবামের একটি গান কবি জয় গোস্বামীর কবিতায় সুর দিয়ে গাওয়া হয়েছে। আগামিদিনে এরকম আরও কাজ করবার ইচ্ছা রয়েছে।"