ভাগ্য বলছে, আবার বিয়ে হবে হৃতিকের
আগামী ২০১৫ সালেই নাকি আবার বিয়ে করতে পারেন হৃতিক। না, তিনি নিজে এখনও সেরকম কিছু জানাননি। তবে তাঁর কুষ্ঠীতে নাকি সেরকমই রয়েছে বলে দাবি করেছেন ভারতের বিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা।
আগামী ২০১৫ সালেই নাকি আবার বিয়ে করতে পারেন হৃতিক। না, তিনি নিজে এখনও সেরকম কিছু জানাননি। তবে তাঁর কুষ্ঠীতে নাকি সেরকমই রয়েছে বলে দাবি করেছেন ভারতের বিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা।
সুজানের সঙ্গে বিয়ে ভেঙে গেলেও শোনা যাচ্ছে সুজানের পরিবার নাকি চাইছে দুজনের সম্পর্ক জোড়া লাগাতে। গত সপ্তাহেই ছেলেদের স্কুলের অ্যানুয়াল ফাংশানে একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। আপাতত ঠিক হয়েছে অন্ধেরিতে সুজানের সঙ্গেই সারা সপ্তাহ থাকবে রেহান ও রিধান। পালাজোতে মাঝে মাঝে হৃতিকের কাছে যাবে তারা। তবে দারুওয়ালার ভবিষ্যতবাণী ফলবে কিনা তা জানতে এখনও অন্তত দুবছর অপেক্ষা করতে হবে দর্শকদের।