নিজস্ব প্রতিবেদন: “ম্যায় ভি চৌকিদার” ভাবিজি-ও এ কথা বলছেন। সহী পাকড়ে হ্যায়! অর্থাত্ ঠিকই ধরেছেন, এ কথা বলছেন জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘ভাবিজি ঘর পে হ্যায়’-র অঙ্গুরি। জি় নিউজ়কে দেওয়া এক সাক্ষাত্কারে শুভাঙ্গী অত্রে ওরফে অঙ্গুরি জানান, সে-ও একজন চৌকিদার। এমনকি পরিবার, প্রতিবেশী, সহকর্মী সবাইকে চৌকিদার হওয়া উচিত বলে তিনি মনে করেন।
গত পাঁচ বছরে মোদী সরকারের পারফরম্যান্স নিয়ে তাঁর মতামত জানান ভাবিজি। অসাধারণ কাজ করেছে মোদী সরকার। পুনরায় মোদীকে ক্ষমতায় দেখতে চাইছেন তিনি। তবে, তাঁর মতামত সম্পূর্ণ ব্যক্তিগত বলেই জানান শুভাঙ্গী। তিনি বলেন, এ দেশে সবারই বাকস্বাধীনতা রয়েছে।
আরও পড়ুন- গুজরাতের ভদোদরা থেকে বিজেপির টিকিটে প্রার্থী হতে চান বিবেক ওবেরয়
তাঁর সহযোগী অভিনেতা রোহিতাশ গৌড় ওরফে তিওয়ারিজি-ও মনে করেন, মোদীকে ফের ক্ষমতায় আসা উচিত। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর অনেক দুর্নীতি দেখেছে দেশ। কিন্তু মোদী যা সিদ্ধান্ত নিয়েছে তা দেশের স্বার্থেই। রোহিতাশের কথায়, “নোটবন্দির পর কালো টাকা ফেরেনি। কিন্তু দুর্নীতি কমেছে রিয়েল এস্টেটে।” ওই সিরিয়ালের অন্যান্য শিল্পীরাও মনে করেন, মোদী ক্ষমতায় এলে উন্নয়ন অব্যাহত থাকবে।
“ম্যায় ভি চৌকিদার” বলছেন জনপ্রিয় সিরিয়ালের ভাবিজি-ও