'রানুজির গলা ঐশ্বরিক, মুগ্ধ হয়ে যাবেন শ্রোতারা', বললেন হিমেশ

গানের জন্য হিমেশ তাঁকে ৭ লক্ষ পারিশ্রমিক দেন বলে খবর 

Updated By: Aug 27, 2019, 07:44 PM IST
'রানুজির গলা ঐশ্বরিক, মুগ্ধ হয়ে যাবেন শ্রোতারা', বললেন হিমেশ

নিজস্ব প্রতিবেদন: গান শুনে রানু মণ্ডলকে নিজের সিনেমায় প্লে ব্যাকের প্রস্তাব দেন হিমেশ রেশমিয়া। এরপর স্টুডিয়োতে নিয়ে গিয়ে রানুকে দিয়ে 'তেরি মেরি কাহানি' রেকর্ড করান। হিমেশ রেশমিয়ার পরবর্তী সিনেমা 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির'-এর জন্য 'তেরি মেরি' রেকর্ড করান রানাঘাটের রানু মণ্ডলকে দিয়ে।'

আরও পড়ুন : ​'তেরি মেরি'-র জন্য রানু মণ্ডলকে ৬-৭ লক্ষ পারিশ্রমিক দিলেন হিমেশ!
হিমেশ বলেন, রানু মণ্ডলের গলা ঐশ্বরিক। এত সুন্দর করে গান গেয়েছেন যে তা শুনলে সবাই হা হয়ে যাবেন। রানু মণ্ডলের গান শুনে শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন বলেও জানান 'আশিক বানায় আপনে'-র গায়ক।

আরও পড়ুন : মিমির 'লাইফলাইন' কে? ছবি শেয়ার করলেন অভিনেত্রী
রানাঘাট স্টেশনে 'এক প্যার কা নাগমা হ্যায়' গাওয়ার পর সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায় রানু মণ্ডলের গলা। তাঁর গলা শুনে রানাঘাট স্টেশন থেকে মুম্বইতে উড়ে যায় তাঁর স্বপ্নের উড়ান। হিমেশ রেশমিয়ার ছবিতে গানের সুযোগ পান রানু। রেকর্ডিংয়ের পর রানুকে প্রায় ৭ লক্ষ পারিশ্রমিক দেন হিমেশ। শুধু প্লে ব্যাক নয়, রানু মণ্ডল নাকি এবার বিগ বসের শো-এও হাজির হচ্ছেন। সলমন খানের আমন্ত্রনে বসের ঘরে হাজির হচ্ছেন রানু। শোনা যায় এমন গুঞ্জনও। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি রানু। শোয়ের নির্মাতাও মুখ খোলেননি।

 

.