নতুন ছবি ‘বাদশাহো’তে ইলিয়ানা ডিক্রুজকে কেমন লাগছে জানেন? দেখুন ছবি

আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ , এমরান হাসমি , বিদ্যুত্‌ জামওয়াল , ইলিয়ানা ডিক্রুজ অভিনীত ছবি বাদশাহো । সেই ছবির প্রথম পোস্টার প্রকাশিত হল। বাদশাহো টিমের পক্ষ থেকে ছবির প্রথম পোস্টার প্রকাশিত করা হয়। ছবিতে ইলিয়ানা ডিক্রুজকে একেবারেই অন্যরকম লুকে দেখা যাবে। এর আগে বলিউডের লাস্যময়ী নায়িকা ইলিয়ানাকে এরকম লুকে কখনও দেখা যায়নি।

Updated By: Jun 16, 2017, 04:28 PM IST
নতুন ছবি ‘বাদশাহো’তে ইলিয়ানা ডিক্রুজকে কেমন লাগছে জানেন? দেখুন ছবি

ওয়েব ডেস্ক: আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ , এমরান হাসমি , বিদ্যুত্‌ জামওয়াল , ইলিয়ানা ডিক্রুজ অভিনীত ছবি বাদশাহো । সেই ছবির প্রথম পোস্টার প্রকাশিত হল। বাদশাহো টিমের পক্ষ থেকে ছবির প্রথম পোস্টার প্রকাশিত করা হয়। ছবিতে ইলিয়ানা ডিক্রুজকে একেবারেই অন্যরকম লুকে দেখা যাবে। এর আগে বলিউডের লাস্যময়ী নায়িকা ইলিয়ানাকে এরকম লুকে কখনও দেখা যায়নি।

শেষবার অক্ষয় কুমারের রুস্তম ছবিতে দেখা গিয়েছিল ইলিয়ানা ডিক্রুজকে। সেই ছবিতে তাঁর রয়্যাল লুক ছিল। এই ছবিতে একেবারেই ভিন্ন লুকে ধরা দেবেন তিনি। ইলিয়ানা ছাড়াও এই ছবিতে দেখা যাবে ইশা গুপ্তাকেও।

.