Iman Chakraborty | Lopamudra Mitra: ২৫ বছর পর আমেরিকায় যৌথ কনসার্ট লোপামুদ্রা-জয়ের, ‘ইনি বিনি টাপা টিনি’তে মঞ্চ মাতালেন ইমন...

Iman Chakraborty | Lopamudra Mitra: দুর্গাপুজোয় যেমন সেজে উঠেছে কলকাতা। সেরকমই বিশ্বের বিভিন্ন প্রান্তে শারদ উৎসব পালন করছে প্রবাসী বাঙালিরা। সেরকমই এবার উৎসবে মেতেছে আমেরিকাবাসীরা। ইতোমধ্যেই আমেরিকার বিভিন্ন শহরে অনুষ্ঠান করছেন লোপামুদ্রা মিত্র ও জয় সরকার জুটি থেকে শুরু করে ইমন চক্রবর্তী।

Updated By: Oct 19, 2023, 08:26 PM IST
Iman Chakraborty | Lopamudra Mitra: ২৫ বছর পর আমেরিকায় যৌথ কনসার্ট লোপামুদ্রা-জয়ের, ‘ইনি বিনি টাপা টিনি’তে মঞ্চ মাতালেন ইমন...

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দুর্গা পুজোর জলসায় মেতেছে আমেরিকা। প্রতি বছরের মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতেছে দেশ-বিদেশের বাঙালিরা। এক বছরের অপেক্ষার অবসান। পুজো শুরুর আগেই গানে, গানে মেতেছে আমেরিকার বাঙালিরাও। বিশিষ্ট আর্টিস্ট কোঅর্ডিনেটর জোনাই সিং-এর ব্যবস্থাপনায় আবারও শারদীয়ায় আমেরিকা জমজমাট। এবছরের চমকের মধ্যে রয়েছে পঁচিশ বছর পর জয় সরকার, লোপামুদ্রা মিত্রের একসঙ্গে ইউএস-এ কনসার্ট, ইমন চক্রবর্তীর টানা দশ বছর ইউএস‌ কনসার্ট,  বাংলা ব্যান্ড পৃথিবী, অন্তরা নন্দীর প্রথম ইউএস ট্যুর। সব মিলিয়ে মার্কিন মুলুকে শারদোৎসব জমজমাট।

আরও পড়ুন- Srijit Mukherji: বড়পর্দায় ‘দশম অবতার’, ওটিটিতে ‘দুর্গরহস্য’, মুক্তির আগেই দেশ ছাড়লেন সৃজিত...

আমেরিকায় অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। জয় সরকার, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তীর এই সফরের প্রথম অনুষ্ঠান হয়ে গেছে। শ্রোতাদের ফিডব্যাক অসাধারণ বলেই জানালেন জোনাই সিং। তাঁদের উদ্যোগেই এ বছরের আরো শিল্পীদের মধ্যে আছেন বাংলা ব্যান্ড ভূমি,  জীমুত রায়,  হৃতি টিকাদার, পিউ মুখোপাধ্যায়, কুশল পাল, শৌনক চট্টোপাধ্যায় প্রমুখ।

ইমন চক্রবর্তীর অনুষ্ঠান আছে আটলান্টা, ডালাস, কানসাস সিটি,নিউ জার্সি , লস অ্যাঞ্জেলেস সহ আরো অন্যান্য শহরে। অন্যদিকে জয় সরকার - লোপামুদ্রা মিত্র অনুষ্ঠান করবেন আটলান্টা, বস্টন, অস্টিন, টাম্পা, নিউ জার্সি সহ অন্যান্য শহরে। ভূমি অনুষ্ঠান করবেন আটলান্টা, কলম্বাস, বস্টন, মেরিল্যান্ড সহ নানা শহরে। অন্যদিকে অন্তরা নন্দী তাঁর প্রথম ইউএস সফরে অনুষ্ঠান করবেন ডালাস, আটলান্টা, বস্টন, ভার্জিনিয়া শহরের মতো জায়গায়। পৃথিবী তাঁদের প্রথম ইউএস সফরে অনুষ্ঠান করবেন নিউ জার্সি, হস্টন, সাউথ জার্সি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ইত্যাদি শহরে।

আরও পড়ুন- Dona Ganguly: ‘দুর্গাপুজো এখন গ্লোবাল সেলিব্রেশন’, এবার লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের মহিষাসুরমর্দিনী…

এই মহা কর্মযজ্ঞ নিয়ে জোনাই সিং বললেন, "  লোপা এবং জয় পঁচিশ বছর পর মার্কিন পুজোর মঞ্চে অংশ নিচ্ছেন। যেখানে ইমন চক্রবর্তী তাঁর ইউএসএ ট্যুরের দশ বছর উদযাপন করছেন। বাংলা গানে ভূমির "চব্বিশ বছর"পূর্তি মার্কিন মঞ্চেও দোলা দেবে আমি নিশ্চিত। অন্তরা নন্দীর মতো তরুণ শিল্পী বা পৃথিবীর মতো ব্যান্ডকেও প্রথমবারের মতো প্ল্যাটফর্ম দিচ্ছে প্রবাসী পূজা। আমরা এই প্রবাসী বাঙালি পূজো উদযাপনের একটা ছোট অংশ হতে পেরে ভীষণ আনন্দিত।” ইমন চক্রবর্তী এই সফরের প্রথম অনুষ্ঠানের পর মঞ্চে বললেন," এই দশ বছরে অনেক কিছু শিখেছি। বিদেশের মাটিতে এই দশ বছরের কাজ আমার অভিজ্ঞতা বাড়িয়েছে।"

লোপামুদ্রা মিত্র এবং জয় সরকার জানালেন, "শারদোৎসবের শুভেচ্ছা সবাইকে জানাই। আমরা পাঁচিশ বছর পর আবার একসঙ্গে মার্কিন মুলুকে অনুষ্ঠান করছি। অনেক পুরনো স্মৃতি আছে। জোনাইকে অনেক ধন্যবাদ সেইসব দিন মনে করিয়ে দেওয়ার জন্য।"

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.