স্বাধীনতা দিবসে শুনুন এই ৫টি গান, যা আপনার দেশাত্মবোধকে জাগ্রত করবে

স্বাধীনতা দিবসে লালকেল্লায় বৃহস্পতিবার তেরঙ্গা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Updated By: Aug 15, 2019, 10:34 AM IST
 স্বাধীনতা দিবসে শুনুন এই ৫টি গান, যা আপনার দেশাত্মবোধকে জাগ্রত করবে

নিজস্ব প্রতিবেদন : ৭৩তম স্বাধীনতা দিবস পালন করছে গোটা দেশ। স্বাধীনতা দিবসে লালকেল্লায় বৃহস্পতিবার তেরঙ্গা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেরঙ্গা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন  : পাকিস্তানে মিকার অনুষ্ঠানে হাজির দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্যরা!
সম্প্রতি জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। স্বাধীনতা দিবসের ভাষণ চলাকালীন সেই বিষয়টিকেও সামনে তুলে আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫-এ ধারা অপসারণ করেছে মোদী সরকার। সর্দার প্যাটেলের স্বপ্নপূরণে এটি অন্যতম বড় পদক্ষেপ। এবার জম্মু-কাশ্মীর ও লাদাখের গৌরব ফিরবে।' ৩৭০ বিলোপে সবার অধিকার সুরক্ষিত হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
গোটা দেশ যখন ৭৩তম স্বাধীনতা দিবস পালন করছে, তখন এমন কিছু গান রয়েছে, যা আপনার দেশাত্মবোধকে আরও জাগ্রত করবে।
যেমন 'রাজির' এ ওয়াতন 

'এয়ারলিফ্টের' তু ভুলা জ্যায়সে 

'মেরি কম'-এর সালাম ইন্ডিয়া

'উরিঃ দ্য সার্জিকালল স্ট্রাইকের' ছল্লা

'কেশরির' তেরি মিট্টি মে মিল যাউ 

 

.