আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য খোলা চিঠি প্রিয়াঙ্কার

 এই বিশেষ দিনটিতে মহিলাদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন তিনি। 

Updated By: Mar 8, 2019, 10:12 AM IST
আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য খোলা চিঠি প্রিয়াঙ্কার

নিজস্ব প্রতিবেদন :এই সংসারে এমন কোনও দায়িত্ব নেই, যা মহিলারা পালন করতে পারেন না। মা, স্ত্রী, বোন, মেয়ে সব দায়িত্বেই তাঁরা এক্কেবারে সঠিক। এমনটাই মনে করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই পৃথিবীতে তাঁদের গুরুত্বের কথা মাথায় রেখেই ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস মহিলাদের বিশেষভাবে সেলিব্রেট করা উচিত বলেই মনে করেন অভিনেত্রী। এই বিশেষ দিনটিতে মহিলাদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন তিনি। 

সমস্ত বাঁধাধরা, গতে বাঁধা জীবন ছক ভেঙে ফেলার জন্য মহিলাদের ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। এই বিশেষ দিনটি নারী শক্তির সেলিব্রেশনের দিন বলে তিনি উল্লেখ করেছেন।  অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় বিশেষ একটি ডেটিং অ্যাপের খোঁজও দিয়েছেন যেখানে মহিলারা তাঁদের পছন্দের জীবনসঙ্গী বেছে নিতে পারেন।

আরও পড়ুন-রবীন্দ্রসঙ্গীত গেয়ে চরম সমালোচনার শিকার ইন্দ্রাণী হালদার

 প্রসঙ্গত অভিনেত্রী হিসাবে প্রিয়াঙ্কা চোপড়া, তাঁর কেরিয়ারে সফল। তিনি যে ভালো অভিনেত্রী সেবিষয়ে কোনও সন্দেহ নেই। বলিউডের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই হলিউডেও নিজের জমি শক্ত করেছেন প্রিয়াঙ্কা। এমনকি ব্যক্তিগত জীবনেও গতে বাঁধা ছক ভেঙে নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নিয়েছেন তিনি। 

আরও পড়ুন-এপ্রিলেই ঠিক হচ্ছে বিয়ের তারিখ, নিউ ইয়র্কে বাড়ি কিনছেন রণবীর-আলিয়া

.