Iran Hijab Row: খোলামেলা পোশাকে হিজাব ছাড়াই ভার্চুয়াল কনসার্ট! ইরানে গ্রেফতার গায়িকা...
Iran Singer Arrest: হিজাব ছাড়া ইউটিউবে ভার্চুয়াল কনসার্ট করার অভিযোগে আটক গায়িকা পারাস্তু আহমাদি। এর আগে গত বৃহস্পতিবার বিচার বিভাগ আহমাদির কনসার্ট পারফরম্যান্সের বিষয়ে একটি মামলা দায়ের করেছিল। এবার গ্রেফতার করা হল তাঁকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিজাব ছাড়া ইউটিউবে ভার্চুয়াল কনসার্ট করার অভিযোগে এক গায়িকাকে আটক করেছে ইরানি কর্তৃপক্ষ। রবিবার, ১৫ ডিসেম্বর বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের আইনজীবী মিলাদ পানাহিপুর জানান, গতকাল শনিবার উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশের রাজধানী সারি শহর থেকে ২৭ বছর বয়সী পারাস্তু আহমাদিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন-Chaalchitro: একের পর এক মহিলাকে খুন করে টাঙিয়ে দেওয়া হচ্ছে চালচিত্রে, তদন্তে পুলিস...
হিজাব ছাড়া ইউটিউবে ভার্চুয়াল কনসার্ট করার অভিযোগে আটক গায়িকা পারাস্তু আহমাদি। এর আগে গত বৃহস্পতিবার বিচার বিভাগ আহমাদির কনসার্ট পারফরম্যান্সের বিষয়ে একটি মামলা দায়ের করেছিল। তিনি একটি দীর্ঘ কালো স্লিভলেস এবং কলারবিহীন পোশাক পরে পারফর্ম করেন, সঙ্গে হিজাব ছিল না। সেই ভিডিয়ো দেখেছেন প্রায় ১.৫ মিলিয়ন দর্শক।
আহমাদি আগের দিন ইউটিউবে তার কনসার্ট পোস্ট করে বলেছিলেন, আমি পারাস্তু, এমন একটি মেয়ে যে আমার ভালবাসার মানুষের জন্য গান গাইতে চায়। গান আমার কাছে এমন একটি বিষয়, যা আমি উপেক্ষা করতে পারি না। যে দেশকে আমি মনেপ্রাণে ভালোবাসি, সে দেশের জন্য গান গাইছি। আইনজীবী মিলাদ পানাহিপুর অ্যাসোসিয়েটেড এপিকে বলেছেন, দুর্ভাগ্যক্রমে আমরা পারাস্তুর বিরুদ্ধে অভিযোগ জানি না। আমরা আইনি কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি দেখব।
প্রসঙ্গত, ২০২২ সালে হিজাব না-পরার কারণে মাহ্সা আমিনিকে তুলে নিয়ে গিয়েছিল ইরানের পুলিস। ওই ঘটনার প্রতিবাদে মুখর হয়েছিল গোটা বিশ্ব, এমনকী ইরানের মহিলারাও সরব হয়েছিলেন। পোশাক ফতোয়া উড়িয়ে, চুল কেটে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন ইরানি মহিলারা। সম্প্রতি এই হিজাববিধির প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রকাশ্যে অন্তর্বাস পরে হেঁটেছিলেন। এর পর তাঁকে আটক করে মানসিক অসুস্থ বলে দাগিয়ে দেয় ইরানের 'নীতি' পুলিস। এমনকী হিজাব পরতে অনিচ্ছুক মহিলাদের জন্য বিশেষ ‘ক্লিনিক’ চালু করা হয়েছে। সেখানে ‘চিকিৎসা’ করা হবে হিজাব পরতে অনিচ্ছুক মহিলাদের।
আরও পড়ুন-Lakh Takar Lokkhi Labh: 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ স্বপ্নপূরণ! লাখের দৌড়ে এবার পৌষালী-রূপঙ্কর-সমিধ...
চলতি সপ্তাহে পোশাকবিধি নিয়ে নতুন আইন চালু করেছে ইরান। নতুন আইনে মহিলাদের পোশাকবিধি না-মানার জন্য ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন শাস্তির কথা বলা হয়েছে। কেউ ‘অশোভন পোশাক’ কিংবা ‘নগ্নতা’-কে তুলে ধরছেন বলে মনে করা হলে ভারতীয় মুদ্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা হতে পারে। বার বার একই ‘অন্যায়’ করলে পাঁচ থেকে ১৫ বছর পর্যন্ত জেলও হতে পারে। যদি কোনও মহিলার অপরাধকে ‘পৃথিবীর প্রতি অনাচার’ বলে মনে করে প্রশাসন, তা হলে ইরানের ইসলামীয় দণ্ডবিধি অনুসারে তাঁর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এই আইনের পরেই হিজাব না পরার দায়ে গ্রেফতার করা হল গায়িকাকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)