Bangladesh Unrest: দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা অসংখ্য ব্যক্তিকে গুম করেছেন হাসিনা! ইউনূসের হাতে চাঞ্চল্যকর রিপোর্ট
Bangladesh Unrest: শেখ হাসিনা দেশ ছাড়ার পর মহম্মদ ইউনূস সরকার কি এবার প্রতিশোধের পথে? এমনটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছিল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একশোরও বেশি মামলা রয়েছে। এদের মধ্যে অধিকাংশই খুনের মামলা। তাঁর ডিপ্ল্যোম্যাটিক পাসপোর্ট বাতিল করেছে ইউনূস সরকার। এবার আরও বড় পদক্ষেপ। দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক ব্যক্তিকে গুম করার অভিযোগ আনা হল শেখ হাসিনার বিরুদ্ধে। এনিয়ে একটি রিপোর্ট জমা পড়েছে মহম্মদ ইউনূসের কাছে।
আরও পড়ুন-ভারতের ১৪২ কোটি মানুষ কুলকুচি করে ফেলে দিলে ওদের কী হবে!
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের কাছে ওই রিপোর্ট জমা পড়েছে শনিবার। সেখানে বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন উচ্চ পদে থাকা একাধিক ব্যক্তিকে গুম করা হয়েছে। সেই অপরাধে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। অভিযুক্তের তালিকায় রয়েছেন পূর্বতন সরকারের একাধিক মন্ত্রী ও আধিকারিক। শুধু তাই নয় বাংলাদেশে যে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব রয়েছে তা ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর মহম্মদ ইউনূস সরকার কি এবার প্রতিশোধের পথে? এমনটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছিল। নাম দেওয়া হয়েছিল সত্য উদ্ঘাটন কমিটি। সেই তদন্ত কমিশনই তদন্ত করে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে ইউনূসের কাছে। সেই রিপোর্টে শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি-সহ বেশ কয়েজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তিকে গুম করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া জাতীয় টেলি যোগাযোগ দফতরের প্রাক্তন মহাপরিচালক জিয়াউল আহসান-সহ বেশ কয়েকজন পুলিস কর্মকর্তাদের নামও ওই রিপোর্টে উঠে এসেছে।
কমিশন জানিয়েছে মোট ১ হাজার ৬৭৬টি অভিযোগ নথিভূক্ত করা হয়েছে। যার মধ্যে ৭৫৮টি পর্যালোচনা করা হয়েছে। মোট ৩৫০০ জনকে গুম করা হয়েছে বলে অভিযোগ এসেছে। র্যাব-কে বাতিল করা হয়েছে বলে অভিযোগ। কারণ ওই র্যাবের অপব্যবহার করা হয়েছে।
মহম্মদ ইউনূস ওই রিপোর্টের প্রশংসাও করেছেন। যেসব জায়গায় গুম করে রাখা হতো সেইসব জায়গা পরির্দশনের ইচ্ছে প্রকাশও করেছেন প্রধান উপদেষ্টা। কমিশনকে সব ধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)