৪২ বছর পর ইরাক পেল তার জাতীয় সুন্দরী, সবুজ চোখের শায়মাকে

রক্তে ধোয়া রণাঙ্গনে ফুল ফুটল। উনিশশো বাহাত্তরের পর প্রথমবার, ইরাক পেল তার জাতীয় সুন্দরী। নতুন মিস ইরাক সবুজ চোখের শায়মা। ১৯৭২-এর সুন্দরী প্রতিযোগিতা, ৪৩ বছর পর ২০১৫-র সুন্দরী প্রতিযোগিতা।

Updated By: Dec 20, 2015, 06:17 PM IST
৪২ বছর পর  ইরাক পেল তার জাতীয় সুন্দরী, সবুজ চোখের শায়মাকে

ব্যুরো: রক্তে ধোয়া রণাঙ্গনে ফুল ফুটল। উনিশশো বাহাত্তরের পর প্রথমবার, ইরাক পেল তার জাতীয় সুন্দরী। নতুন মিস ইরাক সবুজ চোখের শায়মা। ১৯৭২-এর সুন্দরী প্রতিযোগিতা, ৪৩ বছর পর ২০১৫-র সুন্দরী প্রতিযোগিতা।

মাঝের চার দশকের অন্য ইতিহাস। সাদ্দামের স্বৈরাচার। দু-দুবার উপসাগরীয় যুদ্ধ। আইসিসের উত্থান। আরব সংস্কৃতির মরুদ্যানকে গিলে খেল মৌলবাদের মরুভূমি। সেই মরুভূমেই আবার সবুজের ছোঁয়া। ফতোয়া অগ্রাহ্য করেই সাহস দেখান ওরা কয়েকজন। সুইম শ্যুট ইভেন্ট নেই। ককটেল পার্টিও নেই। মাপকাঠি শুধু স্মার্টনেস, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্ত্বা। এবং অবশ্যই পুরস্কারের টাকায় কী করতে চান, তার পরিকল্পনা। বাগদাদের অভিজাত হোটেলের বলরুমে হল ফলাফল ঘোষণা। সকলকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নিলেন কিরকুকের কুড়ি বছরের সুন্দরী। সবুজ চোখের শায়মা আবদেলরাহমানাস। পুরস্কারের টাকায়, শরণার্থী শিবিরে শিক্ষা অভিযান চালাবেন। জানিয়েছেন শায়মা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন কি? জানা নেই। একদিকে শায়মা-অন্যদিকে আইসিস। আগামী দিনে বিশ্বের দরবারে কী হবে ইরাকের পরিচয়? কিরকুকের মেয়ের সবুজ চোখে স্বপ্ন দেখছে হারুন-অল-রশিদের বাগদাদ।

.