ঘরোয়া কোন্দল প্রকাশ্যে? Salman-কে তেড়ে মারতে গেলেন ভগ্নিপোত Aayush Sharma, ভাইরাল ভিডিয়ো
সলমনের ভিডিয়ো প্রকাশ্য়ে আসতেই তা ভাইরাল হয়ে যায়
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=33OADPjb)
![ঘরোয়া কোন্দল প্রকাশ্যে? Salman-কে তেড়ে মারতে গেলেন ভগ্নিপোত Aayush Sharma, ভাইরাল ভিডিয়ো ঘরোয়া কোন্দল প্রকাশ্যে? Salman-কে তেড়ে মারতে গেলেন ভগ্নিপোত Aayush Sharma, ভাইরাল ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/21/296962-slmn-ayushsh.jpg)
নিজস্ব প্রতিবেদন : বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ূষ তেড়ে মারতে আসছেন সলমন খানকে (Salman Khan)। সলমনের নাক, মুখে ঘুষি মাতে গিয়ে আয়ূষকে থামিয়ে দিলেন সল্লু নিজে। কি অবাক লাগছে তো শুনে!
তাহলে দেখুন...
সম্প্রতি মুক্তি পায় অন্তিম-এ সলমন খানের প্রথম লুক। যেখানে একজন শিখ পুলিস অফিসারের ভূমিকায় দেখা যায় সলমন খানকে। অন্তিমে সলমনের লুক প্রকাশ্যে আসার পর তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। অন্তিম-এ সলমনের লুক প্রকাশ্যে আসার পর এবার সামনে এল সিনেমার টিজার। যেখানে ভগ্নিপোত আয়ূষ শর্মার সঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখা যায় সলমন খানকে। সলমন খানের প্রযোজনা সংস্থা এসকেএফের তরফে অন্তিমের টিজার প্রকাস্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : Atrangi Re: মুঘল সম্রাট শাহজাহান সাজলেন Akshay Kumar, ভাইরাল ভিডিয়ো
অন্তিম-এ এক্কেবারে অন্য লুকে হাজির হন আয়ূষ শর্মা। সলমনের বিপরীতে নিজেকে কুখ্যাত গ্যাঙস্টার হিসেবে ফুটিয়ে তুলতে আয়ূষ যে বেশ পরিশ্রম কেছেন, তা বেশ স্পষ্ট।
আরও পড়ুন : 'আমার চাঁদ ,তারা, দুই ছেলের সঙ্গে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন Sudipa Chatterjee
সম্প্রতি রাধের শ্যুটিং শেষ করেন সলমন খান। রাধে-তে সলমনের বিরপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। রাধের শ্যুটিং শেষ করার পর অন্তিম-এ কাজ শুরু করেন (Bollywood) বলিউড ভাইজান। পরপর সিনেমা শ্যুটিংয়ের পাশাপাশি সলমন খান বিগ বস ১৪-র (Big Boss) সঞ্চালনাও সমানভাবে করে যাচ্ছেন। প্রত্যেক সপ্তাহে গুরগাঁওয়ের ফিল্মসিটিতে হাজির হয়ে বিগ বসের শ্যুটিং করছেন সলমন। গুরগাঁওয়ে বিগ বসের যে সেট তৈরি করা হয়েছে, সেখানে সলমনের জন্য এলাহি আওজন করা হয়। প্রত্যেক সপ্তাহে গুরগাঁওতে বিগ বসের সেটে হাজির হয়ে বিগ বস ১৪-র শ্যুট করছেন বলিউড ভাইজান।