নিজস্ব প্রতিবেদন: 'শ্রী'হীন হয়েছে বলিউড, দেখতে দেখতে একবছর হয়ে গেল। গত বছর ২৪ ফেব্রুয়ারি দুবাইতে দুর্ঘটনায় মৃত্যু হয় বলিউডের প্রথম মহিলা সুপারস্টারের। তোলপাড় হয় গোটা দেশ। অভিনেত্রীর মৃত্যু ঘিরে নানান রহস্যের কথা উঠে এলেও পরে এই মৃত্যুকে দু্র্ঘটনা বলেই মেনে হওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখতে দেখতে শ্রীদেবীর মৃত্যুর একবছর কেটে গিয়েছে। অভিনেত্রীর মৃত্যুর একবছর উপলক্ষে বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি চেন্নাইয়ে শ্রীদেবীর বাড়িতে বিশেষ পূজার আয়োজন করে শ্রীদেবীর পরিবার। যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রীর স্বামী বনি কাপুর, তাঁর দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর ও দেওর অনিল কাপুর সহ অন্যান্যরা। 


আরও পড়ুন-আলিয়ার 'গলি বয়'-এর প্রশংসা করে করা টুইট ডিলিট করলেন ঋষি কাপুর


দেখুন সেই ছবি...



আরও পড়ুন-রণবীর-আলিয়ার 'গলি বয়': প্রথম দিনে এই ছবির বক্স অফিস কালেকশন কত জানেন?




আরও পড়ুন-মা হচ্ছেন প্রিয়াঙ্কা? প্রকাশ্যে দেশি গার্লের 'বেবি বাম্প'!



জানা যাচ্ছে মায়ের স্মৃতির উদ্দেশ্য আয়োজিত এই পুজোর অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে পড়েন। জানা যাচ্ছে এই পুজোতে যোগ দেন অভিনেতা অজিত কুমার ও তাঁর স্ত্রী শালিনী কুমারও। গত বছর দুবাইতে ভাগ্নে মোহিত মারওয়া ও অন্তরা মোতিওয়ালার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিল শ্রীদেবী ও তাঁর পরিবার। সেখানেই হোটেলের ঘরে বাথটবে মৃত্যু হয় শ্রীদেবীর।


আরও পড়ুন-রণবীর-আলিয়ার ভ্যালেন্টাইন'স ডে-র ডিনারে উপচে পড়ল ভালোবাসা