Covid in Tollywood: করোনা আক্রান্ত জিৎ গঙ্গোপাধ্যায়, রয়েছে মৃদু উপসর্গ

বাড়িতেই আইসোলেশনে রয়েছেন জিৎ

Updated By: Jan 1, 2022, 08:18 PM IST
Covid in Tollywood: করোনা আক্রান্ত জিৎ গঙ্গোপাধ্যায়, রয়েছে মৃদু উপসর্গ

নিজস্ব প্রতিবেদন: দেশ জুড়ে বাড়ছে করোনার প্রকোপ। বাদ নেই কলকাতাও। ইতিমধ্যেই বলিউডের বেশ কিছু তারকা করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনার প্রকোপ টলিউডেও। করোনা আক্রান্ত সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguli)। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন জিৎ নিজেই। 

শনিবার জিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, 'আজই টেস্টের পর জানতে পারি আমি কোভিড পজিটিভ। কিছু মৃদু উপসর্গ রয়েছে। তবে আপাতত আমি ঠিক আছি। আপাতত বাড়িতেই আলাদা রয়েছি। ডাক্তারদের সমস্ত বিধি নিষেধ মেনে চলছি। যদি সাম্প্রতিক সময়ে আপনি আমার সংস্পর্শে এসে থাকেন তাহলে দয়া করে নিজের টেস্ট করান।'

আরও পড়ুন: Dev: 'টনিক'-এর সাফল্যের পর নতুন বছরে দেবের উপহার 'প্রজাপতি'

দুদিন আগেই দেব রুক্মিনী, অঙ্কুশ ঐন্দ্রিলার সঙ্গে টনিকের শো দেখতে গিয়েছিলেন জিৎ। এই ছবির সংগীত পরিচালনাও করেছেন তিনি। বক্স অফিসে ছবি যেমন সফল হয়েছে তেমনই দর্শক শ্রোতারা পছন্দ করেছে ছবির গান। টলিউড বলিউড মিলিয়ে একাধিক ছবিতে সংগীত পরিচালনা করছেন জিৎ।  কিছু ঘণ্টা আগেই দর্শক শ্রোতাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন জিৎ। সেখানে তিনি লেখেন, 'নতুন বছর একটা খোলা খাতার মতো, পেন তোমার হাতে রয়েছে। এটা একটা সুযোগ যেখানে নিজের সুন্দর গ্লপগুলো লিখতে পারো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।'শুভেচ্ছা বার্তা আসার পরই অসুস্থতার খবর জানান জিৎ। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।  

  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.