Nabanita Das Birthday | Jeetu Kamal: ‘জীবনটাও কি সিরিয়াল!’ মধ্যরাতে ‘বউ’ নবনীতাকে জন্মদিনের শুভেচ্ছা, কটাক্ষের মুখে জীতু!

Jeetu Kamal-Nabanita Das: বৃহস্পতিবার নবনীতা দাসের জন্মদিন। বুধবার মধ্যরাতেই তিন বছরের একটি পুরনো ভিডিয়ো শেয়ার করেন জীতু কমল। বিচ্ছেদের মাঝেই জীতুর পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া অনুরাগীদের। কেউ জীতুকে পরামর্শ দিলেন, কেউ আবার বললেন, সবই নাটক।

Updated By: Aug 3, 2023, 02:28 PM IST
Nabanita Das Birthday | Jeetu Kamal: ‘জীবনটাও কি সিরিয়াল!’ মধ্যরাতে ‘বউ’ নবনীতাকে জন্মদিনের শুভেচ্ছা, কটাক্ষের মুখে জীতু!

Jeetu Kamal, Nabanita Das, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলছে ডিভোর্সের মামলা, আলাদা থাকছেন দুজনেই, অভিনেত্রী নবনীতা দাস বিচ্ছেদের কথা ঘোষণা করলেও সরাসরি তা মেনে নেননি অভিনেতা জীতু কমল। এই নিয়েই সরগরম নেটপাড়া। এর মাঝেই ফের কটাক্ষের মুখে পড়েন অভিনেতা। বৃহস্পতিবার ৩ অগাস্ট অভিনেত্রী নবনীতা দাসের জন্মদিন। মধ্যরাতেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিন বছর আগের একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতা। সেখান থেকেই কটাক্ষের মুখে পড়েন জীতু। অনেকে আবার তাঁকে পরামর্শও দিয়েছেন।

আরও পড়ুন- Mithun Chakraborty As Kabuliwala: টলিউডের নয়া ‘কাবুলিওয়ালা’ মিঠুন, প্রকাশ্যে ফার্স্টলুক...

২০২০ সালের ৩ অগাস্টের একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বাটারস্কচ কেকের উপর লেখা ‘হ্যাপি বার্থডে বউ’। কেকের উপর সাজানো মোমবাতিও। নবনীতার পরনে বাড়ির পোশাক, জীতুর পরনে ডেনিম শার্ট। বোঝাই যাচ্ছে, মধ্যরাতে বাড়িতে জন্মদিন পালন করছেন তাঁরা। বার্থডে গার্লকে ক্যামেরাবন্দি করছেন জীতু। কেক কেটে নবনীতাকে খাইয়েও দেন অভিনেতা। ব্যাকগ্রাউন্ডে চলছিল বার্থডের পাঞ্জাবী গান। সেই গান তালও মেলাচ্ছিলেন জীতু। অভিনেতা ভিডিয়োতে বলেন, ‘করোনার সময় এই রাতে আর গালে ক্রিম লাগাব না। ঠান্ডা লেগে যেতে পারে।’  ক্রিম দিয়ে নবনীতার গোঁফ বানিয়ে দেন তিনি। পাশাপাশি স্ত্রীয়ের গালে চুম্বন এঁকে দেন তিনি। সবমিলিয়ে সেই ভিডিয়োতে দেখা যায়, প্রেমে-আদরে গড়ে ওঠা সম্পর্কের ছবি।

সেদিন ভিডিয়োর ক্যাপশনে জীতু লিখেছিলেন, ‘শুভ জন্মদিন বউ… কে পাশে থাকবে, কে আছে, কে ছিল.. তাতে কিচ্ছু যায় আসে না আমার’। মাঝে কেটে গেছে তিন বছর। বদলে গেছে সম্পর্কের সমীকরণও। তাহলে কেন আবার সেই ভিডিয়ো পোস্ট করলেন অভিনেতা? প্রশ্ন অনেকেরই। ভিডিয়ো পোস্ট করে বুধবার মধ্যরাতে জীতু লেখেন, ‘খুব খুব খুব ভালো থেকো।’ সেই পোস্টের কমেন্টে নবনীতা কোনও প্রতিক্রিয়া না দিলেও নেটপাড়ায় একাধিক কমেন্ট করেন অনুরাগীরা।

আরও পড়ুন- Trina Saha Vs Sohini Sarkar: ‘দুই নারী হাতে তরবারি’! সোহিনী-তৃণার দ্বন্দ্বে অনিশ্চিত নয়া সিরিজের শ্যুটিং...

অনেক অনুরাগীই লেখেন, ‘এভাবেই চেষ্টা চালাও, মন ঠিক গলবে!!’, ‘আবার একসঙ্গে দেখতে চাই তোমাদের। শুভ জন্মদিন’, ‘সব ঠিক হয়ে যাক, /মিশে যাক আবার সেই মন! /আবার না হয় হোক পথ চলা/ রঙিন প্রচ্ছদে আঁকা থাকা ভালোবাসা আজীবন’। তবে অনেকেই এই পোস্টের পরে জীতুর উপর চটেছেন। কেউ কেউ লেখেন, ‘সিরিয়াল করে করে জীবনটাও সিরিয়ালের মতো হয়ে গেছে’, ‘এত ভালোবাসা থাকলে ডিভোর্স হচ্ছে কেন? বউকে আগলে রাখতে পারোনি’, ‘এতই যখন চিন্তা তাহলে ডিভোর্স কেন? যত সব নাটক’, ‘ডিভোর্স দিয়ে এখন ন্যাকামো’, ‘ভাই আগে জানতাম আপনারা টিভি চ্যানেলে নাটক করেন বাস্তবেও যে নাটক করেন এটাও দেখতে হলো।হায়রে দুনিয়া মানুষের বিশ্বাস নাই’।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.