Maharagni: আবার বছর ২৭ পর প্রভু দেবার কাছাকাছি কাজল!
Maharagni: ২৭ বছর পর আবারও এক ছবিতে কাজল ও প্রভু দেবা। প্রকাশ্য এল 'মহারাগনি: কুইন অফ কুইন্স'-এর প্রথম ঝলক।
![Maharagni: আবার বছর ২৭ পর প্রভু দেবার কাছাকাছি কাজল! Maharagni: আবার বছর ২৭ পর প্রভু দেবার কাছাকাছি কাজল!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/28/476731-maharagni.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৭ বছর পর আবারও এক ছবিতে কাজল ও প্রভু দেবা। প্রকাশ্য এল 'মহারাগনি: কুইন অফ কুইন্স'-এর প্রথম ঝলক। জনপ্রিয় তেলেগু চলচ্চিত্র নির্মাতা চরণ তেজ উৎপলাপতির হিন্দি ডেবিউ ছবি এটি। এই বিগ-বাজেট অ্যাকশন থ্রিলার ছবিতে প্রভু দেবা, কাজল ছাড়াও দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, সম্যুক্ত মেনন, যীশু সেনগুপ্ত এবং আদিত্য সিলকে।
সম্প্রতি 'মহারাগনি: কুইন অফ কুইন্স'-এর প্রথম শিডিউল শেষ হয়েছে। আজই নির্মাতারা ছবিটির অফিসিয়াল টিজার প্রকাশ্যে এনেছেন। টিজারে শুরুতেই দেখা যায় প্রভু দেবাকে, যিনি চার্টার প্লেন থেকে বেরিয়ে আসে। তারপরই হকি স্টিক হাতে নিয়ে একজন মারতে দেখা যায় অভিনেতাকে। এরপর যুক্তা মেননকে গাড়ি স্টান্টের দৃশ্যে দেখা যায়। টিজারের শেষের দিকে গ্র্যান্ড এন্ট্রি নেন কাজল। অভিনেত্রীর ব্যাকগ্রাউন্ডে দেখা যায় দুর্গাপুজো হচ্ছে। দুর্গা অবতারে তিনি হাতে তলোয়ার তুলে শত্রুদের বধ করতে দেখা যায়। টিজার দেখে বোঝাই যাচ্ছে যে, এটি ভরপুর অ্যাকশন নিয়ে আসতে চলেছে।
কাজল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসন্ন ছবি 'মহারাগনি: কুইন অফ কুইন্স'-এর প্রথম ঝলক শেয়ার করেছেন। এবং লিখেছেন, 'আপনাদের সঙ্গে মুহূর্তটি শেয়ার করতে পেরে খুবই উত্তেজিত। মহারাগনি মানে রানিদের রানি। আশাকরি আপনাদের ভালো লাগবে ছবিটি।'
ছবির পরিচালক চরণ তেজ উৎপ্লাপতি বলেছেন, 'মহারাগনি: কুইন অফ কুইন্স পরিচালনা করা আমার কাছে ভালোবাসা। কাজল, প্রভুদেবা, নাসির স্যার, যুক্তা মেনন এবং যিশুসেন গুপ্তার মতো অভিনেতারা এই ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। তাঁদের অতুলনীয় ক্যারিশমা এবং অভিনয় ক্ষমতা চরিত্রগুলিকে প্রাণ দিয়েছে। দর্শকদের পর্দায় এটি দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না।'
আরও পড়ুন:Jyothi Rai: নেটপাড়ায় নগ্ন ছবি, অন্তরঙ্গ ভিডিয়ো ফাঁস! অসহ্য কষ্টে কাতরাচ্ছেন নায়িকা...
প্রযোজক হারমান বাওয়েজা শেয়ার করেছেন, 'মহারাগনি বাওয়েজা স্টুডিয়োর জন্য বিশেষ কাজ। এটি একটি আকর্ষক গল্প। কাজল, প্রভুদেবা, নাসিরুদ্দিন শাহ এবং যুক্তা মেনন সমন্বিত একটি অসাধারণ অভিনয় করতে পেরে উত্তেজিত। কাজলের প্রতিভা এবং সত্যতা তাকে এই চরিত্রের জন্য উপযুক্ত করে তোলে।'
প্রসঙ্গত, ২৭ বছর পর আগে ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল কাজল-প্রভু দেবার 'মিনসারা কানাভু'। হিন্দিতে ছবির নাম 'স্বপ্নে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)